শ্রীমঙ্গলে বড় ভাইকে কূপালো ছোট ভাই

October 2, 2017,

বিকুল চক্রবর্তী॥ জমিজমা নিয়ে বিরেুদের জের ধরে শ্রীমঙ্গল উপজেলা সদরের রুপসপুর এলাকার বাসিন্দা শ্রীমঙ্গল ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সাবেক চার বারের ইউপি সদস্য রাজা মিয়াকে কুপিয়েছে তারই আপন ছোট ভাই।
২ অক্টোবর সোমবার বিকেলে শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবে এক সংবাদ সস্মেলন করে রাজা মিয়ার ছেলে মাহমুদুল হাসান ও তার স্ত্রী আকলিমা আক্তার এ অভিযোগ করেন।
তারা জানান, ৩০ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টায় শ্রীমঙ্গল থেকে রুপসপুর নিজ বাড়িতে যাবার সময় মেন্দি মিয়া গং মিলে সিতাব মিয়ার বাড়ির সামনে দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে রাজা মিয়ার উপর চড়াও হয়ে এলোপাতাড়ি কূপাতে থাকলে তিনি গুরুতর আহত হন। আহতাবস্থায় তাকে প্রথমে শ্রীমঙ্গল উপজেলা সদর হাসপাতালে, পরে মৌলভীবাজার সদর হাসপাতালে এবং বর্তমানে সিলেট এমএজি ওসমানি সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার চোখের ভুরুতে ৫টি এবং হাতের মধ্যে দুইটি সেলাই দেয়া হয়েছে এবং বুকের একটি হাঁড় রডের আঘাতে ভেঙ্গে গেছে।


এব্যাপারে  ১ আগষ্ট শ্রীমঙ্গল থানায় রাজা মিয়ার ছেলে মাহমুদুল হাসান বাদী হয়ে শ্রীমঙ্গল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।  শ্রীমঙ্গল থানা  এসআই অনিক বড়–য়া  জানান, তদন্ত করে আইনানুগ ব্যবস্থা করবেন।
সংবাদ সন্মেলনে রাজা মিয়ার ছেলে মাহমুদুল হাসান ও স্ত্রী আকলিমা বেগম বলেন, মেন্দি মিয়ার পাঁচ ছেলে সব সময় রাজা মিয়া ও তার ভাইদের হুমকি দিয়ে আসছেন। সংবাদ সন্মেলনে তার আরেক ভাই আব্দুল মজিদ ও সৎ ভাই সিতাব মিয়া উস্থিত ছিলেন।
এব্যাপারে স্থানীয় ইউপি সদস্য মানিক মিয়া ঘটনার সত্যতা স্বীকার করে  বলেন, তিনি রাজা মিয়াকে দেখতে সিলেট হাসপাতালে গিয়েছিলেন,এখন তার অবস্থা কিছুটা ভাল আছে। তিনি আরও বলেন এব্যাপারে এলাকার গন্যমান্য লোকদের নিয়ে বসে ব্যবস্থা গ্রহন করবেন।
অভিযোগ তদন্তকারী কর্মকর্তা শ্রীমঙ্গল থানার উপ-পরিদর্শক(এসআই) অনিক বড়–য়া বলেন, ঘটনার তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহন করা হচ্ছে বলে জানান।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) কেএম নজরুল ইসলাম বলেন, তিনি অভিযোগ পেয়েছেন,তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহন করবেন।
এ ব্যপারে মেন্দি মিয়ার পরিবারের এক সদস্যের সাথে যোগাযোগ করলে তারা এর সত্যতা অ-স্বীকার করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com