শ্রীমঙ্গলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকৃত ছবি ফেইসবুকে পোষ্ট দেয়ার অপরাধে থানায় মামলা ॥ আটক এক

April 15, 2017,

বিকুল চক্রবর্তী॥ শ্রীমঙ্গলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে ফটোসপে কাজ করে ও জোড়া দিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকৃত ছবি ফেইসবুকে পোষ্ট দেয়ার অপরাধে একজনকে আটক করে আদালতে সোপর্দ করেছে পুলিশ।
শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ কে এম নজরুল ইসলাম জানান, ৮ এপ্রিল কবির হোসেন নামে অজ্ঞাত এক ব্যাক্তি তার ফেইসবুক আইডিতে বাংলাদেশ-ভারত দুই দেশের প্রধানমন্ত্রীর ছবি জয়েন্ট করে ফটোসপের মাধ্যমে বিকৃত করে তার ফেইসবুকে পোষ্ট করে। পরবর্তীতে ৯ এপ্রিল শ্রীমঙ্গল সাঁতগাও রাবার বাগানের ফিল্ড সুপারভাইজার মইনুল ইসলাম তার ফেইসবুক আইডিতে এটি শেয়ার করে।
এ বিষয়ে একই রাবার বাগানের অপর সুপারভাইজার আরজদ আলী শ্রীমঙ্গল থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে তিনি ফেইসবুকে বিকৃত ছবি শেয়ার করা দেখে সাথে সাথেই তাকে সাতগাঁও রাবার বাগান থেকে আটক করেন ।
এ ব্যাপারে ১৩ এপ্রিল বৃহম্পতিবার বিকেলেই শ্রীমঙ্গল থানায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে মামালা নিয়ে তাকে মৌলভীবাজার জেল হাজতে প্রেরণ করেন।
তিনি জানান, মামলার অপর আসামীকেও তারা খোঁজছেন। তবে আফিসার ইনচার্জ জানান, বাদীর অভিযোগের আগেই ওই শেয়ার করা পোষ্টটি ডিলিট করে ফেলে। বাদীর দেয়া স্কিনসটে প্রিন্টকপি দেখে অভিযুক্তকে আটক করেন। এদিকে বিকৃত এই ছবি প্রিন্ট করে থানার বাহিরে কিছু লোকজনকে দেখানো হয়েছে বলে অভিযোগ পাওয়া যায়। আর এটি প্রিন্ট করে থানার বাহিরে অন্যদের দেখানো বিষয়টিও নিয়েও অনেকে ক্ষোভ প্রকাশ করেছেন।
আটককৃত আসামী মনিরুল ইসলাম কিশোরগঞ্জ জেলার সদর উপজেলার ঘাটাইল এলাকার বাসিন্ধা। সে শ্রীমঙ্গল সাতগাঁও রাবার বাগানে ফিল্ড সুপারভাইজার হিসেবে কর্মরত রয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com