শ্রীমঙ্গলে ভূনবীর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

March 25, 2025,

শ্রীমঙ্গল প্রতিনিধি : বাংলাদেশ জামায়াত ইসলামী শ্রীমঙ্গল উপজেলার ২নং ভূনবীর ইউনিয়ন শাখা’র উদ্যোগে পবিত্র মাহে রামাদ্বান উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার ২৪ মার্চ ২০২৫ইং, ২৩ রামাদ্বান সরকার বাজার গোপেন্দ্রগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে রমজানের তৎপর্য শীর্ষক আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

এ সময় জামায়াতে ইসলামী’র ২নং ভূনবীর ইউনিয়ন সভাপতি শামসুদ্দোহা সেলিম’র সভাপতিত্বে ও শ্রীমঙ্গল পৌরসভার সহ-সভাপতি ও সাবেক ভুনবীর ইউনিয়নের সেক্রেটারি মোঃ সাইফুল ইসলাম বুলবুল এর সঞ্চালনায় ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের মনোনীত প্রার্থী, সিলেট মহানগর জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী ও বাংলাদেশ সুপ্রিম কোর্ট এর অ্যাডভোকেট মো: আব্দুর রব।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামী শ্রীমঙ্গল উপজেলা শাখা’র আমীর মাও: ইসমাইল হোসেন, উপজেলা শাখা’র সেক্রেটারী মো: আশরাফুল ইসলাম কামরুল, উপজেলা সহকারী সেক্রেটারী ও উপজেলা যুব বিভাগের সভাপতি মো: তারেক মাহফুজ-সহ অন্যান্য শাখা পর্যায়ের দায়িত্বশীলরা প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন সামাজিক, রাজনৈতিক, সাংবাদিক’সহ স্থানীয় নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মো: আব্দুর রব বলেন, সমাজের সকল অন্যায়, অত্যাচার, চাঁদাবাজি, নিপীড়ন, ফ্যাসিবাদ এবং সুন্দর দূর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে সহযোগিতা করার আহবান জানান।

তিনি আরও বলেন, ফিলিস্তিনের গাজায় মুসলমানদের উপর আক্রমণ ও ভারতে মুসলমানদের উপর নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এবং মানুষ-মানুষের সম্প্রীতি বজায় রেখে বসবাস, সৎ ও যোগ্য নেতৃত্ব গড়তে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে সহযোগিতা করার আহবান জানান।

উক্ত ইফতার মাহফিল অনুষ্ঠানে ১২০০ অধিক মানুষ উপস্থিত ছিলেন, ইফতারের পূর্বে ইফতার সামনে নিয়ে দেশ, জাতি ও দেশের আপামর জনসাধারণের সার্বিক কল্যাণ ও বিশ্ব মুসলিম উম্মার শান্তি কামনা করে দোয়া করেন, শ্রীমঙ্গল উপজেলা জামায়াতে ইসলামী’র আমীর মাওলানা ইসমাইল হোসেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com