শ্রীমঙ্গলে ভূনবীর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

শ্রীমঙ্গল প্রতিনিধি : বাংলাদেশ জামায়াত ইসলামী শ্রীমঙ্গল উপজেলার ২নং ভূনবীর ইউনিয়ন শাখা’র উদ্যোগে পবিত্র মাহে রামাদ্বান উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার ২৪ মার্চ ২০২৫ইং, ২৩ রামাদ্বান সরকার বাজার গোপেন্দ্রগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে রমজানের তৎপর্য শীর্ষক আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় জামায়াতে ইসলামী’র ২নং ভূনবীর ইউনিয়ন সভাপতি শামসুদ্দোহা সেলিম’র সভাপতিত্বে ও শ্রীমঙ্গল পৌরসভার সহ-সভাপতি ও সাবেক ভুনবীর ইউনিয়নের সেক্রেটারি মোঃ সাইফুল ইসলাম বুলবুল এর সঞ্চালনায় ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের মনোনীত প্রার্থী, সিলেট মহানগর জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী ও বাংলাদেশ সুপ্রিম কোর্ট এর অ্যাডভোকেট মো: আব্দুর রব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামী শ্রীমঙ্গল উপজেলা শাখা’র আমীর মাও: ইসমাইল হোসেন, উপজেলা শাখা’র সেক্রেটারী মো: আশরাফুল ইসলাম কামরুল, উপজেলা সহকারী সেক্রেটারী ও উপজেলা যুব বিভাগের সভাপতি মো: তারেক মাহফুজ-সহ অন্যান্য শাখা পর্যায়ের দায়িত্বশীলরা প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন সামাজিক, রাজনৈতিক, সাংবাদিক’সহ স্থানীয় নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মো: আব্দুর রব বলেন, সমাজের সকল অন্যায়, অত্যাচার, চাঁদাবাজি, নিপীড়ন, ফ্যাসিবাদ এবং সুন্দর দূর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে সহযোগিতা করার আহবান জানান।
তিনি আরও বলেন, ফিলিস্তিনের গাজায় মুসলমানদের উপর আক্রমণ ও ভারতে মুসলমানদের উপর নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এবং মানুষ-মানুষের সম্প্রীতি বজায় রেখে বসবাস, সৎ ও যোগ্য নেতৃত্ব গড়তে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে সহযোগিতা করার আহবান জানান।
উক্ত ইফতার মাহফিল অনুষ্ঠানে ১২০০ অধিক মানুষ উপস্থিত ছিলেন, ইফতারের পূর্বে ইফতার সামনে নিয়ে দেশ, জাতি ও দেশের আপামর জনসাধারণের সার্বিক কল্যাণ ও বিশ্ব মুসলিম উম্মার শান্তি কামনা করে দোয়া করেন, শ্রীমঙ্গল উপজেলা জামায়াতে ইসলামী’র আমীর মাওলানা ইসমাইল হোসেন।
মন্তব্য করুন