শ্রীমঙ্গলে ভূমি বিষয়ক সেবা সম্পর্কে অবহিতকরণ সভা অনুষ্ঠিত
শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে ভূমি খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে ভূমি বিষয়ক সেবা সম্পর্কে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
২৬ জুলাই বুধবার বিকালে শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান বাজারে স্বচ্ছতার জন্য নাগরিক (স্বজন), শ্রীমঙ্গলের উদ্যোগে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এবং সচেতন নাগরিক কমিটি( সনাক) এর সহায়তায় এ সভা স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল হেলাল এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) বিশ্বজিৎ কুমার পাল এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাব রেজিস্ট্রারের প্রতিনিধি মোহরার মো: ফয়েজ উদ্দিন।
স্বজন সদস্য শাহ আরিফ আলী নাসিম এর সঞ্চালনায় অনুষ্ঠান শুরুতে স্বাগত বক্তব্য রাখেন স্বজন এর সমম্বয়ক জনাব সৈয়দ ছায়েদ আহমদ, জনস্বার্থে সনাক টিআইবির কার্যক্রম উপস্থাপন করেন সনাক শ্রীমঙ্গল এর সভাপতি সৈয়দ নেসার আহমদ। এছাড়াও অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন দৈনিক খোলাচিঠির সম্পাদক সরফরাজ আলী বাবুল, ইউপি আওয়ামীলী গের সাধারণ সম্পাদক সাইফুল আলম আসিদ আলী, শিক্ষক ডা: মো:একরামুল কবীর প্রমুখ। এসময় সভায় আরো উপস্থিত ছিলেন সনাক সদস্য অবসরপ্রাপ্ত শিক্ষক রহমত আলী, দ্বীপেন্দ্র ভট্টাচার্য, স্বজন সদস্য মো: হাবীবুর রহমান শহীদ, এস এ হামিদ, রহিমা বেগম, বাবুল সুত্রধর, নিতেশ সুত্রধর, দেলওয়ার হোসেন মামুন, সাপ্তাহিক শ্রীমঙ্গলেরচিঠির সম্পাদক ইয়াসিন আরাফাত রবিন, সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো: মেন্দী মিয়া, টিআইবি এরিয়া ম্যানেজার পারভেজ কৈরী প্রমুখ।
অনুষ্ঠান শুরুতে উপস্থিত এলাকাবাসী ভূমি সেবা প্রতিষ্ঠান সমূহেরউপজেলা ভূমি অফিস এবং উপজেলা সাব-রেজিস্ট্রার অফিস, শ্রীমঙ্গল উপর বিভিন্ন বিষয় নিয়ে মুক্ত আলোচনা করেন। আলোচিত বিষয়গুলি হচ্ছে-ভুমিখাতে সেবা গ্রহণে অহেতুক হয়রানি বন্ধ, জনবান্ধব ও নারী বান্ধব সেবা, ভূমি সেবায় তথ্য অধিকার আইনের চর্চা ও তথ্যের অবাধপ্রবাহ, তথ্য কর্মকর্তার নামফলক তৈরি, নামজারি ও খাজনার ক্ষেত্রে জটিলতা দুরীকরণ, খাসজমির বন্দোবস্ত বিষয়ক, তথ্য বোর্ড স্থাপন, অভিযোগ ও পরামর্শ বক্স স্থাপন, তথ্য অনুসন্ধান কেন্দ্র ও জণগণের সামনে তথ্য ভান্ডার উপস্থাপন ইত্যাদি। ভূমি প্রশাসনের স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠা বিষয়ক বক্তব্যে সহকারী কমিশনার (ভূমি) বিশ্বজিত কুমার পাল বলেন, মানুষ নিজে কাজ না করে অন্যের মাধ্যমে (দালাল) কাজ করতে পছন্দ করে যেজন্য অনিয়মের স্বীকার হন। অনিয়মের বিষয়ে তিনি বলেন ভূমি অফিস বা তহসিল অফিসে প্রয়োজনের চেয়ে যদি কেউ বেশি টাকা দাবী করে তাহলে আমার কাছে সরাসরি অভিযোগ করলে আমি ব্যবস্থা নিব। নারীদের ক্ষেত্রে তিনি বলেন নারী-পুরুষ সেবাক্ষেত্রে সকলে সমান। নারী সেবাগ্রহীতারা যথাযথ কাগজপত্র নিয়ে সরাসরি আমার কাছে আসলে আমি প্রয়োজনীয় ব্যবস্থা নিব। তিনি আরো বলেন ভূমি বিষয়ক যেকোন অনিয়মের অভিযোগ আমার কাছে লিখিত ভাবে জানালে আমি তাৎক্ষনিক ব্যবস্থা নিব।
মন্তব্য করুন