শ্রীমঙ্গলে ভ্রাম্যমান আদালতের অভিযান ৫টি দোকানে জরিমানা ॥ ৬ টন লবন জব্দ

April 6, 2017,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে প্রায় সাড়ে ৬টন ভেজাল লবন জব্দ করেছে এবং এ ভেজার লবন বিক্রির অভিযোগে ৫ টি দোকানের মালিককে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
৩ এপ্রিল সোমবার বিকাল ৩টা থেকে সন্ধ্যা সাড়ে ৬ টা পর্যন্ত পুরান বাজার ও মৌলভীবাজার রোডে এ অভিযান পরিচালনা করা হয়। শ্রীমঙ্গলের সহকারি কমিশনার ভূমি ও নির্বাহি ম্যাজিস্ট্রেট বিশ্বজিত কুমার পালের নেতৃত্বে অভিযানে উপস্থিত ছিলেন মৌলভীবাজার বিসিকের ডিএম ও প্রজেক্ট ডিরেক্টর হামিদুল হক চৌধুরী।
জরিমানাকৃত ৫ টি দোকান হচ্ছে পুরান বাজারের জাহাঙ্গীর ট্রেডার্স ,তারেক ট্রেডার্স, মহাদেব ট্রেডার্স মৌলভীবাজার রোডের উত্তম কুমার ট্রেডার্স ও বিষ্ণুপদ রায় ট্রেডার্স।
এর মধ্যে বিষ্ণুপদ রায় ট্রেডার্সকে ২৫ হাজার টাকা ও অন্যান্য প্রতিষ্টানকে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়। নির্বাহি ম্যাজিস্ট্রেট বিশ্বজিত কুমার পাল জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এবং আয়োডিন অভাবজনিত রোগ প্রতিরোধ আইন ১৯৮৯ এর বিভিন্ন ধারায় ৫টি প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সাথে ৬.৫ টন আয়োডিনবিহীন লবন জব্দ করেন ভ্রাম্যমান আদালত।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com