শ্রীমঙ্গলে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত

February 23, 2025,

শ্রীমঙ্গল প্রতিনিধি : শ্রীমঙ্গলে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। রাতের প্রথম প্রহরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ্পজেলা নির্বাহী অফিসার মো: ইসলাম উদ্দিনের নেতৃত্বে পৌর শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয়। আইন শৃংখলা বাহিনী, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পন করে।

দিনের প্রথম প্রহরে শ্রীমঙ্গল প্রেসক্লাব, সচেতন নাগরিক কমিটি (সনাক) টিআইবি, উদীচি, ভলেন্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) মৌলভীবাজার জেলা কমিটিসহ শিক্ষা প্রতিষ্ঠান, সরকারী-বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থা মহান শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি প্রদান করে।

এছাড়াও সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা প্রাঙ্গণ থেকে পৌরসভা পর্যন্ত প্রভাত ফেরি র‌্যালী করা হয় এবং উপজেলা মাঠে প্রশাসনের উদ্যোগে বিভিন্ন অনুষ্ঠান মালার আয়োজন করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com