শ্রীমঙ্গলে মাওলানা রফি উদ্দিন মাহমুদ (রহ.)-এর স্মরণ সভা অনুষ্ঠিত
শ্রীমঙ্গল প্রতিনিধি : শ্রীমঙ্গলে জামেয়া ইসলামিয়া প্রাক্তন ছাত্র পরিষদ উদ্যোগে পরিষদের সাবেক সহসভাপতি মাওলানা রফি উদ্দিন মাহমুদ চৌধুরী (রহ.)-এর স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
১ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুর ২টায় জামেয়া প্রাক্তন ছাত্র পরিষদের সভাপতি মাওলানা সৈয়দ সাইফুর রহমানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক হাফিজ মাওলানা শাহাদাত হোসাইন’র পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামেয়া ইসলামিয়া শ্রীমঙ্গলের প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা মুহাম্মদ আব্দুশ শাকুর।
স্মরণ সভায় আলোচনা পেশ করেন জামেয়ার মুহতামিম মুফতি মাওলানা মনির উদ্দীন, প্রাক্তন ছাত্র পরিষদের নির্বাহী সভাপতি হাফিজ মাওলানা মিসবাহ উদ্দিন জুবায়ের, সহ-সভাপতি হাফিজ মাওলানা নূরুল ইসলাম’সহ জামেয়ার সম্মানিত আসাতিজায়ে কেরাম এবং প্রাক্তন ছাত্র পরিষদের দায়িত্বশীলবৃন্দ।
স্মরণ সভায় বক্তাগন বলেন, রফি (রহ.) ছিলেন কোমল হৃদয়ের ব্যক্তি, যার দেশে-বিদেশে হাজার হাজার ছাত্রগন ইসলামের খেদমত করছেন। তিনি ‘আল খাইরুল কাসির’ নামে নাহু শাস্ত্রের একটি ব্যাখ্যামূলক কিতাব লিখেছেন। যেটা বাংলাদেশের কওমি অঙ্গনের মাদ্রাসা গুলিতে পাঠদান করা হয়। তিনি আপাদমস্তক একজন আল্লাহওয়ালা ব্যক্তি ছিলেন।
উক্ত স্মরণ সভায় উপস্থিত ছিলেন, মারকাজুল কোরআন মাদ্রাসার প্রিন্সিপাল হাফিজ মাওলানা নুরুল ইসলাম, বরুনা টাইটেল মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস মুফতি হিফজুর রহমান ফুয়াদ, দারুল দারুণ আজহার ইনস্টিটিউটের প্রিন্সিপাল মাওলানা সোহাইল আহমদ, ওয়াল্ড সাইনের সিইও ইমরান আজিজসহ প্রমূখ। পরিশেষে রফি উদ্দিন মাহমুদ চৌধুরী (রহ.)-এর রুহের মাগফিরাত কামনায় মোনাজাত করেন জামেয়ার প্রিন্সিপাল মাওলানা মো. আব্দুস শাকুর।
মন্তব্য করুন