শ্রীমঙ্গলে মাটি বুঝাই ট্রাক চলাচলের কারণে রাস্তার বেহাল অবস্থা

February 26, 2024,

স্টাফ রিপোর্টার॥ শ্রীমঙ্গলে একটি আবাসিক এলাকার মাটির রাস্তার উপর দিয়ে মাটি বুঝাই ট্রাক চলাচলের ফলে কাচা রাস্তার বেহাল অবস্থায় দাঁড়িয়েছে। ছোট রাস্তায় ভাড়ি ট্রাক চলাচলের কারনে রাস্তার পাশে সরকারি ভাবে নির্মিত গাইড ওয়ালটিও বিভিন্ন জায়গায় হেলে পড়েছে ও ভেঙ্গে গেছে।
উপজেলার ৩নং শ্রীমঙ্গল ইউনিয়নের সবুজবাগ এলাকার সরকার পাড়া থেকে হাইল হাওর যাওয়ার রাস্তায় এমনটাই দেখা যায়। এ বিষয়ে গতকাল ২৫ ফেব্রুয়ারি উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে একটি অভিযোগ দিয়েছে স্থানীয়রা।
অভিযোগ সুত্রে জানা যায়, সরকার পাড়া থেকে হাইল হাওরে যাওয়ার পথে পিজুস পালের বাড়ির উঠোন ও একটি জলাশয় ভরাট করার জন্য গত ২ ফেব্রুয়ারী ২০২৪ থেকে ১৮ ফেব্রুয়ারী পর্যন্ত ট্রাকে করে মাটি নিয়ে যাচ্ছিলো। মাটি বুঝাই ট্রাকের কারনে চলাচলের রাস্তাটির বিভিন্ন জায়গায় গর্ত ও কাদামাটি তৈরী হওয়ায় স্থানীয়রা ট্রাক চালক ও মাটি ভরাটের কাজের ঠিকাদার ধিরু মালাকারকে এই রাস্তা নষ্ট না করার জন্য অনুরোধ জানায়। কিন্তু ঠিকাদার বলে যে, সে নাকি প্রশাসনের অনুমতি নিয়েই কাজ করছে। রাস্তার কোথাও যদি কোন সমস্যা হয় তাহলে পুরো রাস্তাটি সে ঠিক করে দিবে। মাটির রাস্তার উপর মাটি বুঝাই ট্রাক চালানোর ফলে এখন রাস্তার পাশের সরকারি ভাবে নির্মিত গাইড ওয়ালটি বিভিন্ন জায়গায় ভেংগে গেছে ও হেলে পরেছে। এবং রাস্তায় অনেক গর্ত তৈরী হয়েছে। এখন এই রাস্তা ব্যবহার করে এখন কেউ হাটা চলা করতে পারছে না। কোন রোগী অসুস্থ হলে বাসা থেকে বের করা খুবই কষ্টসাধ্য ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এখানে ঠিকাদার আসলেই প্রশাসনের অনুমতি নিয়ে রাস্তা নষ্ট করে জলাশয় ভরাট করেছে কিনা সেটা স্থানীয়দের জানা নেই। এ ব্যাপারে জানতে অভিযুক্ত ঠিকাদার ধিরু মালাকারকে একাধিকবার কল দিলেও সে ফোন ধরেননি।
শ্রীমঙ্গল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) স্বন্দ্বীপ তালুকদার অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন, আমি ঠিকাদার ধিরু মালাকারকে একাধিক বার ফোন দিয়েছি। সে ফোন ধরেনি। আমরা বিষয়টি দেখছি। আমাদের লোকজন ঘটনাস্থলে যাবে। আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবো।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com