শ্রীমঙ্গলে মাতৃভাষা দিবস উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীতা অনুষ্ঠিত
শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ছড়াপাঠ, আবৃত্তি, শুদ্ধ বাংলা বানান প্রতিযোগীতা, ক্ষুদ্র নৃ-গোষ্ঠি শিক্ষার্থীদের ভাষা মুল্যায়ন কার্যক্রম এবং সাংস্কৃতিক অনুষ্ঠান পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার ১৯ ফেব্রুয়ারি সকাল থেকে দিনব্যাপি শ্রীমঙ্গল জেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা শিল্পকলা একাডেমি ও উপজেলা প্রশাসনের আয়োজনে এ প্রতিযোগিতা অন্ষু্িঠত হয়। এতে সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মো. আবু তালেব। উপস্হিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) সন্দ্বীপ তালুকদর, উপজেলা ইঞ্জিনিয়ার ইউস্ফু হোসেন খান, যুব উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার কর, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দীলিপ কুমার বর্ধন, কৃষি কর্মকর্তা মো. মহিউদ্দিন, কৃষি সম্প্রসারন কর্মকর্তা উজ্জ্বল সুত্রধর, প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. কর্ণ চন্দ্র মল্লিক, সিনিয়র মৎস্য কর্মকর্তা ফারাজুল কবির, পল্লী উন্নয়ন কর্মকর্তা নাজমুল হক, জাইকা’র উপজেলা ফেসিলিটেটর নিশিথ বরন নায়েক, প্রাথমিক প্রধান শিক্ষক সমিতির সভাপতি জহর তরপদারসহ উপজেলা পর্যায়ের সরকারি বেসরকারি কর্মকর্তারা উপস্হিত ছিলেন। এছাড়াও বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী ও শিক্ষকরা উপস্হিত ছিলেন। পরে বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করা হয়।
মন্তব্য করুন