শ্রীমঙ্গলে মাদক, ইভটিজিং ও বাল্য বিবাহ প্রতিরোধে সচেতনতামূলক সভা
শ্রীমঙ্গল প্রতিনিধি॥ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাল্য বিবাহ, ইভটিজিং ও মাদক প্রতিরোধে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সচেতনতামূলক সভা করেছে শ্রীমঙ্গল থানা প্রশাসন।
রোববার ১৭ ডিসেম্বর দুপুরে শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিয়নের হুগলিয়া হাজী মনছব উল্লাহ দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্খীদের সচেতন করার লক্ষে শ্রীমঙ্গল থানা প্রশাসন এ মতবিনিময় সভার আয়োজন করে।
শ্রীমঙ্গল থানায় সদ্য যোগদানকারী অফিসার ইনচার্জ বিনয় ভূষন রায় সচেতনতামূলক বক্তব্য রাখেন। এসময় তিনি শিক্ষার্থীদের সচেতন করতে বিভিন্ন পরামর্শ প্রদান করেন। এছাড়াও মাদক, ইভটিজিং, নারী নির্যাতন ও বাল্য বিবাহ প্রতিরোধে শিক্ষার্থীদের করনীয় সম্পর্কে দিক নির্দেশনা দেন। এমব বিষয় নজরে পড়লে শ্রীমঙ্গল থানা প্রশাসন এবং ৯৯৯ এ কল করার পরামর্শ দেন অফিসার ইনচার্জ বিনয় ভূষন রায়।
সভায় শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলাম, পুলিশ পরিদর্শক (অপারেশন) তাপস চন্দ্র রায়, এসআই সজীব চৌধুরী ও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এর আগে একই বিষয়ে শ্রীমঙ্গল ভুনবীর ইউনিয়নের দশরথ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে সভার আয়োজন করে শ্রীমঙ্গল থানা প্রশাসন।
মন্তব্য করুন