শ্রীমঙ্গলে শিক্ষাবৃত্তি এবং মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ঢেউটিন ও গৃহনির্মাণ মঞ্জুরির চেক বিতরণ
শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষাবৃত্তি এবং মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ঢেউটিন ও গৃহনির্মাণ মঞ্জুরির চেক বিতরণ করা হয়েছে।
২৪ নভেম্বর বৃহস্পতিবার সকালে শ্রীমঙ্গল উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ উপলক্ষে আয়োজিত অনুস্টানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহি অফিসার শহীদুল হক। প্রধান অতিথি ছিলেন সাবেক চিফ হুইপ ও স্থানীয় সংসদ সদস্য উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান রনধীর কুমার দেব, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ মনির, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম ইদ্রিস আলী প্রমুখ।
বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আছাদুজ্জামান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দীলিপ কুমার বর্ধন, উপজেলা যুব লীগের সভাপতি বেলায়েত হোসেন, সদর ইউপি চেয়ারম্যান ভানু লাল রায় প্রমুখ। পরে প্রধান অতিথি উপজেলার ১২০ জন দরিদ্রের মাঝে ১২৫ বান্ডিল টিন ও জন প্রতি ৩ হাজার টাকা করে ৩ লাখ ৭৫ হাজার টাকা বিতরণ করেন।
এদিকে, মাধ্যমিক পর্যায়ে ১৭৪ জন শিক্ষার্থীর মাঝে দেড় হাজার টাকা করে ২ লাখ ৬১ হাজার টাকা এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে ৫১ জন শিক্ষার্থীর মাঝে ১ লাখ ২৭ হাজার ৫০০ টাকা বিতরণ করেন।
মন্তব্য করুন