শ্রীমঙ্গলে মুষলধারে বৃষ্টি : জনজীবন বিপর্যস্ত
শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে ৫ এপ্রিল বুধবার সকাল থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে। অবিরাম বৃষ্টিতে জনজীবন বিপযস্ত হয়ে পড়েছে। বৃষ্টির ফলে স্কুল, কলেজ ও অফিসগামীরা দূর্ভোগে পড়েন। শহরে রিকশাসহ যান চলাচল ছিল কম। দুপুর ১২:৫৭ মিনিটে বৃষ্টি ছেড়েছে।
শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের সিনিয়র অবজারভার মো. হারুনুর রশীদ জানান, বুধবার সকাল ৬ টা থেকে সকাল ৭:৩০ পর্যন্ত অবিরাম বৃষ্টি হয়েছে। বৃষ্টির সাথে ছিল বজ্রপাত। তারপর কিছুসময় বিরতি দিয়ে সকাল ৯:০২ মিনিটে আবার বৃষ্টি শুরু হয় চলে দুপুর ১২:৫৭ মিনিট পর্যন্ত। ১২:৫৭ মিনিটে বৃষ্টি ছেড়ে যায়।এর পর আবার ও থেমে থেমে বৃষ্টি হয়েছে। হারুনুর রশীদ আরো জানান,বুধবার সকাল ৬ টা থেকে দুপুর ১২:৫৭ পর্যন্ত ১০৬.৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে।এছাড়াও গতকাল সকাল থেকে আজ দুপুর ১২:৫৭ পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড হয়েছে ১৫৫.২ মিলিমিটার।
মৌলভীবাজারে টানা বৃষ্টিপাত ও উজান থেকে পাহাড়ি ছড়া থেকে নেমে আসা পানিতে তলিয়ে গেলে শ্রীমঙ্গল উপজেলার বোরধান, রাস্তা ঘাট, বাড়ীঘর ও বিনোদন কেন্দ্রসহ নিন্মাঞ্চাল। আকর্ষিক বন্যায় নষ্ট হয়ে গেছে কয়েক হাজার হেক্টর বোরো ফসল। এতে দূর্ভোগে পড়েছেন জেলার হাজার হাজার মানুষ। মঙ্গলবার রাত থেকে বুধবার এ রিপোর্ট লেখা পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত ছিল।
মৌলভীবাজার জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো: শাহজাহান জানান, এ বছর জেলার ৩৫ হাজার হেক্টর জমিতে বোর ধানের আবাধ হয়েছে কয়দিনের টানা বৃষ্টিতে বিভিন্ন হাওরের প্রায় ১০ হাজার ২শত হেক্টর ফসলি জমি পানিতে তলিয়ে গেছে।
মন্তব্য করুন