শ্রীমঙ্গলে মেছো বাঘের মৃত্যু
শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে খাবারের সন্ধানে লোকালয়ে ছুটে আসা একটি বিশালাকৃতির মেছো বাঘের প্রাণ গেলো সড়কে।
৯ সেপ্টেম্বর শনিবার ভোরে উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ উত্তরসূর এলাকায় ঢাকা-সিলেট (ভায়া মৌলভীবাজার) মহা-সড়কে সখিনা সিএনজি পাম্পের পাশে এক সড়ক দুর্ঘটনায় বাঘটির মৃত্যু হয় বলে জানা গেছে।
বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব জানান, হাওরে ও বনে-জঙ্গলে পর্যাপ্ত পরিমাণে খাবার ও বাসস্থানের অভাবে এসব প্রাণীকূল ক্রমশ লোকালয়ে চলে আসছে। ফলে প্রতিনিয়তই প্রাণ হারাচ্ছে নানা বন্যপ্রাণী।
এলাকাবাসীরা জানায়, দুর্ঘটনার পর থেকে বাঘটি রাস্তায় পড়ে থাকলেও কেউ লাশটি উদ্ধারে এগিয়ে আসেন নি। এ ব্যাপারে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের শ্রীমঙ্গলের সহকারী বন সংরক্ষক (এসিএফ) তবিবুর রহমানের সাথে মোবাইলে যোগযোগ করার চেষ্টা করা হলে বারবারই তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
মন্তব্য করুন