শ্রীমঙ্গলে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত
এহসান বিন মুজাহির॥ শ্রীমঙ্গলে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস ২০২৩ পালিত হয়েছে। বিজয় দিবসকে সামনে রেখে শনিবার সকালে সূর্যোদয়ের সাথে সাথে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, শ্রীমঙ্গল থানা, পৌর প্রশাসন, উপজেলা আওয়ামীলীগসহ ও তাদের অঙ্গ সংগঠন, শ্রীমঙ্গল প্রেসক্লাব, উপজেলা দুনীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক), ইডাফ জাতীয় মানবাধিকার সংস্থা, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সাংস্কৃতিক সংগঠন এবং শিক্ষাপ্রতিষ্ঠানসহ সর্বস্তরের মানুষ পৌর শহিদ মিনার ও জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। সকালে শ্রীমঙ্গল পৌর শহিদ মিনারে
আনুষ্ঠানিকভাবে জাতীয় সংগিতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এছাড়া উপজেলা পরিষদ মাঠে অবস্থিত জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক, সামাজিক সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন প্রতিষ্ঠান। এসময় পুলিশ, আনসার ভিডিপি, স্কাউট, বিএনসিসিসহ শিক্ষার্থীরা কুচকাওয়াজ ও শরীর চর্চা প্রদর্শন করেন। এসময় শ্রীমঙ্গল-কমলগঞ্জ আসনের সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মোহাম্মদ আব্দুস শহীদ, শ্রীমঙ্গল উপজেলা পরিষদ চেয়ারম্যান ভানুলাল রায়, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু তালেব, শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিজয় ভূষণ রায়সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এদিকে শ্রীমঙ্গল প্রেসক্লাবের সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরী ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমাম হোসেন সোহেলের নেতৃত্বে সকাল সাড়ে ৮টায় শ্রীমঙ্গল শহিদ মিনার ও জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। সকাল ১০টা থেকে শ্রীমঙ্গল প্রেসক্লাব মাঠে শুরু হয় দিনব্যাপী নানা ক্রীড়া। ক্রীড়ায় অংশ নেন প্রেসক্লাব সদস্যদের পরিবার পরিজন।
মন্তব্য করুন