শ্রীমঙ্গলে যুব সমাজের সাথে মতবিনিময় করেছে বরুণা মাদরাসা কর্তৃপক্ষ
এহসান বিন মুজাহির॥ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অর্ধশতাধিক যুবকদের নিয়ে এক মতবিনিময় সভা করেছে শ্রীমঙ্গল উপজেলার ৫নং কালাপুর ইউনিয়নের হামিদনগর বরুণা এলাকার ঐতিহ্যবাহী বহুমুখি দ্বীনি প্রতিষ্ঠান জামিয়া লুৎফিয়া আনোয়ারুল উলুম টাইটেল মাদরাসা। সদ্য সমাপ্ত হওয়া বরুণা মাদরাসার ছালানা ইজলাছ পরবর্তী মতবিনিময় সভাটি শুক্রবার ২৯ ডিসেম্বর বিকেল ৩টায় বরুণাস্থ ফেদায়ে ইসলাম (রহ.) কার্যালয়ে অনুষ্ঠিত হয়। বরুণা মাদরাসার সদরুল মুদাররিসিন মাওলানা রশিদ আহমদ হামিদীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুণা মাদরাসার সদরে নায়েবে মুহতামিম মাওলানা শেখ নুরে আলম হামিদী। বিশেষ অতিথি ছিলেন মাদরাসার শিক্ষাসচিব মাওলানা ফখরুযযামান, ৫নং ওয়ার্ড ইউপি সদস্য আব্দুল মতিন, ৯নং ওয়ার্ড ইউপি সদস্য মনির মিয়া। আরও উপস্থিত ছিলেন মাদরাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা আব্দুর রহমান শরীফপুরী, মাওলানা মাহফুজুর রহমান, মাওলানা মনিরুজ্জামান জসিম তালুকদার, মাওলানা আদিল আলম হামিদী, মাওলানা রুকন উদ্দিন, ভৈরবগঞ্জ বাজার টু বরুণা সড়ক পরিচালনা কমিটির সভাপতি মোঃ লায়েক তালুকদার, তালুকদার ওয়েলফেয়ার ট্রাস্ট এর সাংগঠনিক সম্পাদক মাওলানা মুস্তাকিম আল মুনতাজ তালুকদার, মাওলানা মনিরুল ইসলাম এবং আবুল বাশার মুনাইম।
সভায় প্রধান অতিথির বক্তব্যে মাওলানা শেখ নুরে আলম হামিদি সদ্য সমাপ্ত হওয়া বরুণা ছালানা ইজলাছ সফল করার জন্য এলাকার যুবকসহ সভস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা আদায় করেন। দ্বীনের স্বার্থে আগামীতর সবাইকে ঐক্যবদ্ধভাবে আরও এগিয়ে আসার আহবান জানান। এছাড়া বরুণার ইজলাস কেন্দ্র করে যেনো কোনো ধরণের খেলনা সামগ্রীর দোকানপাট না বসে সে বিষয়েও তিনি সবাইকে সতর্ক করে সচেতনতার সাথে দায়িত্বশীল ভূমিকা রাখার অনুরোধ করেন। সভায় গ্রাম বাংলা যুব সংঘ, আদর্শ সামাজিক যুব সংঘের বিভিন্ন পযায়ের নেতৃবৃন্দসত বরুণা, হাজীপুর, নয়নশ্রী, মনারগাঁও, মীরনগর, মাজদিহি এবং ভৈরবগঞ্জ বাজার এলাকার যুবকদের সরব উপস্থিতি ছিল। সভায় সিদ্ধান্ত হয় দ্রুততম সময়ের মধ্যে বরুণা, হাজীপুর, নয়নশ্রী ও রাঙ্গুনিয়া এলাকা নিয়ে একটি যুব সংঘ গঠনের। এতে উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে বরুণা মাদরাসার সদরে মুহতামিম মাওলানা শেখ নুরে আলম হামিদীকে উপদেষ্টা করে দ্রুত যুব সংঘ গঠনের সিদ্ধান্ত গৃহিত হয়।
মন্তব্য করুন