শ্রীমঙ্গলে রাধা গোবিন্দ জিউর আখড়ার ১১টি রাধা কৃষ্ণের মুর্তি, স্বর্ণের চেইন, পূজার সামগ্রী ও প্রনামীর টাকা চুরি
বিকুল চক্রবর্তী॥ শ্রীমঙ্গল সাতগাও ইউনিয়নের লছনা এলাকায় রাধা গোবিন্দ জিউর আখড়ার ১১টি রাধা কৃষ্ণের মুর্তি, স্বর্ণের চেইন, পূজার সামগ্রী ও প্রনামীর টাকা চুরি হয়েছে।
শ্রীমঙ্গল থানা পুলিশ ও মন্দিরের সেবায়েত সুত্রে জানানযায়, ১৫ জুলাই শনিবার রাতে লছনা এলাকায় রাধা গোবিন্দ জিউর আখড়ার মন্দিরের মুল দরজার তালা ভেঙ্গে ১১টি পিতলের রাধাকৃষ্ণ মুর্তি, পূজার বিভিন্ন সামগ্রী, প্রনামীর নগদ ৫ হাজার টাকা চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। এ সময় তারা মন্দিরের বাহিরে দান বক্সের তালা ভেঙ্গেও সমুদয় টাকা নিয়ে যায়।
এবং মন্দিরের ভিতরে রক্ষিত গীতা বই, তুলসীর মালা বাহিরের একটি খোলা ঘরে ফেলে যায়। একই সাথে তারা মন্দীরের সেবায়েতের ঘরের দরজাও ভেঙ্গে ফেলে। তবে এ সময় সেবায়েত উঠে গেলে তারা পালিয়ে যায়।
এ ঘটনার খবর পেয়ে রবিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন শ্রীমঙ্গল সার্কেল সিনিয়র সহকারী পুলিশ সুপার মো: আশফাকুজ্জামান, শ্রীমঙ্গল উপজেলা চেয়ারম্যান রনধীর কুমার দেব, শ্রীমঙ্গল হিন্দু বোদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ডা: হরিপদ রায়, শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ কে এম নজরুল ইসলাম, এস আই রফিকুল ইসলাম, শ্রীমঙ্গল পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুশীল শীল ও সাংবাদিক বিকুল চক্রবর্তী। এ ব্যাপারে মন্দিরের সেবায়েত শ্রীমঙ্গল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ ব্যাপারে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ কে এম নজরুল ইসলাম জানান, চুরি যাওয়া মুর্তিগুলো উদ্বারের জন্য তারা কাজ করছেন।
ৃও
মন্তব্য করুন