শ্রীমঙ্গলে রিসোর্টের আড়ালে অসামাজিক কার্যকলাপ বন্ধের প্রতিবাদে মানববন্ধন

February 20, 2025,

এহসান বিন মুজাহির : শ্রীমঙ্গলে রিসোর্টের আড়ালে অনৈতিক কার্যকলাপ বন্ধের তাবি জানিয়ে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে ছাত্র জনতা।

বৃহস্পতিবার ২০ ফেব্রুয়ারি দুপুরে শ্রীমঙ্গল চৌমুহনীতে ‘দিলবরনগর গ্রামের সচেতন ছাত্র-জনতা’র ব্যানারে মানববন্ধনে সদর ইউনিয়নের দিলবরনগর গ্রামের দুই শতাধীক নারী, পুরুষ, স্কুল কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা অংশ নেয়।

এসময় ছাত্র ও গ্রামবাসীরা অভিযোগ করে বলেন- ২ বৎসর পূর্বে শ্রীমঙ্গল শহরের জনৈক নজরুল ইসলাম শাহীন দিলবরনগর গ্রামে একটি বাড়ি ভাড়া নিয়ে হিলপার্ক নামে রিসোর্ট ব্যবসা শুরু করেন।

রিসোর্টে উচ্চস্বরে গান বাজনা, মাদক সেবন, পতিতাবৃত্তিসহ নানা অসামাজিক কার্যক্রম চলতে থাকে। পাশে স্কুল, মসজিদ, মাদ্রাসা, এতিমখানা থাকায় মুসল্লী, স্কুল-কলেজগামী ছাত্র-ছাত্রীদের বিব্রতকর পরিস্থিতিরি মুখে পড়তে হয়। এনিয়ে এলাকাবাসী বার বার নিষেধ করেও কোন প্রতিকার পায়নি।

প্রতিবাদকারীরা আরও বলেন, বিগত ৫ আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের সময় বিক্ষুদ্ধ ছাত্র-জনতা এই রিসোর্টে হামলা-ভাংচুর চালিয়ে বন্ধ করে দেয়। ছাত্র-জনতা সেখান থেকে ৫ নারীকে আটক করে। এসব নারীরা পতিতাবৃত্তির সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। এরপর থেকে রিসোর্টের মালিক নজরুল ইসলাম শাহীন গ্রামের নিরিহ ছাত্র-জনতার বিরুদ্ধে একের পর এক মামলা ও গ্রামের এক যুবককে তুলে নিয়ে নির্যাতন চালায়। সম্প্রতি শাহিন মিয়া ওই রিসোর্টের নাম পরিবর্তন করে আবারও অসামাজিক কার্যকলাপ চালাচ্ছে’।

এসময় গ্রাম থেকে শাহীনের রিসোর্টের নামে পরিচালিত পতিতালয় উচ্ছেদ করার প্রতিবাদ করায় গ্রামের প্রতিবাদী ছাত্র-জনতার বিরুদ্ধে হয়রানীমূলক মামলা প্রত্যাহার ও শাহীনকে গ্রেপ্তারের দাবি জানান।

এসময় বৈষম্যবিরোধী ছাত্র অন্দোলনের নেতা মো. মুজাহিদুল ইসলাম, জাতীয় নাগরিক কমিটির নিলয় তন্ময়, গ্রামবাসীর পক্ষে মনির মিয়া, কামরুন নাহার, কামাল মিয়া, তাজুল ইসলাম, মামুন মিয়া, মো. আলাউদ্দিন, শরীফ মিয়া, কলেজ ছাত্র আলী হায়দার, নাঈম হোসেন, ইমরান মিয়া, মহরম  আলী হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com