শ্রীমঙ্গলে রোববার থেকে হাম-রুবেলার টিকা দেওয়া হবে

May 6, 2017,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ ‘‘শক্র হউক, বন্ধু হউক, টিকা নিতে এসো’’ এই শ্লোগান নিয়ে হাম-রুবেলাকে নির্মুলের লক্ষে ৬ মে শনিবার দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে স্বাস্থ্য কমপে´ে এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে। হাম-রুবেলা বিশেষ কর্মসুচির আওতায় উপজেলা স্বাস্থ্য বিভাগ শ্রীমঙ্গলের আয়োজনে কমপ্লে´ের কনফারেন্স রুমে এ এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো জয়নাল আবেদীন টিটো’র সভাপতিত্বে পরিসংখ্যান কর্মকর্তা মো: আনোয়ার গাজীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ডা: রঞ্জর দাস। আলোচনায় অংশগ্রহন করেন প্রাণী সম্পদ কর্মকর্তা মো: রুহুল আমিন, সমাজসেবা কর্মকর্তা(ভারপ্রাপ্ত) এম এ মান্নান, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম ইদ্রিস আলী প্রমুখ। এ্যাডভোকেসী সভায় ডা: মো জয়নাল আবেদীন টিটো জানান, ৯মাস থেকে ৫বছর পর্যন্ত প্রতিটি শিশুকে ৭ মে রোববার থকে-২১ শে মে  রোববার পর্যন্ত ১৪দিন শ্রীমঙ্গল উপজেলার ৯টি ইউনিয়নের এবং ১টি পৌরসভা মিলিয়ে ২৩৩ টি টিকাদান কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকাল ৩ পর্যন্ত ৩২৮৯৫জন শিশু এ টিকা দেওয়া হবে।  তিনি আরো জানান, হাম-রুবেলা এই রোগটি সিলেট বিভাগ  এবং ক´বাজার জেলায় বেশীসংখ্যায় পাওয়া যাচ্ছে। তাই এখনই সবাইকে সচেতন হতে হবে। এসময় সাংবাদিক, ডাক্তারসহ স্বাস্থ্য কমপ্লে´ের বিভিন্নস্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com