(ভিডিও সহ) শ্রীমঙ্গলে রোহিঙ্গা শিশু উদ্ধার

September 25, 2017,

এহসান বিন মুজাহির॥ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জিহাদুল ইসলাম (১১) নামের এক রোহিঙ্গা শিশুকে উদ্ধার করা হয়েছে। শ্রীমঙ্গল শহরতলীর মুসলিমবাগ আবাসিক এলাকা থেকে ১১ বছরের এ রোহিঙ্গা শিশুকে উদ্ধারক রেছে শ্রীমঙ্গল থানা পুলিশ।
মিয়ানমারের আরাকান রাজ্যের মংডু গ্রামের বাসিন্দা বলে শিশুটি জানায়। জিহাদুল ইসলামের কাছ থেকে আরও জানা যায়-৮/৯ দিন আগে সে তার ৩ বছর বয়সী ছোটভাইকে নিয়ে মিয়ানমার বর্ডার পার হয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করে

। এসময় তার ভাইস্থল মাইন বিষ্ফোরণে আহত ও পরে বিচ্ছিন্ন হয়ে নাফনদী পার হয়ে দেশে প্রবেশ করে। এর আগে মিয়ানমারের সেনা রাতাদের বাড়ি জ্বালিয়ে দেয়। এসময় সেনাবাহিনীর সহযোগী মগ রাতার বাবাকে ঘর থেকে বের করে নিয়ে গুলি করেএব ংমাকে গলা কেটে হত্যাকরে। চকলেট কালারের পাজামা পাঞ্জাবি মাথায় সাদা টুপিরিহিত জিহাদুল পুলিশকে জানায়, তার মায়ের এবং তার বড় আশা ছিলকোরআনে হাফেজ হওয়ার। মংডুর এক মাদ্রাসায় সে ৩য় শ্রেণিতে পড়ত। মগরাসেই মাদ্রাসাটাও আগুনে পুড়িয়ে দেয়।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) কে এম নজরুল ইসলাম জানান-শিশু জিহাদ বাংলাদেশে আনুমানিক ৮/ ৯ দিন আগে আসে। তাকে চট্টগ্রামের একজন লোক বলে সিলেটে হজরত শাহজালাল (রাহ.) মাজারে চলে আসতে বলে। তারা বলে এখানে গেলে তোমাদের থাকা-খাওয়ার ব্যবস্থা হবে। তোমরা দ্রুত চলে যাও সিলেট। তাই তারা ১৮/২০ জনমিলে চট্টগ্রাম থেকে ট্রেনে উঠে সিলেট আসে। পথি মধ্যে ফেনী রেলস্টেশনে পুলিশ চেক করে অন্যান্য সঙ্গীদের নামিয়ে নিলেও ট্রেনের আসনে বসে থাকায় শিশু থাকায় তাকে কেউ কিছ ুবলেনি। আখাউড়া আসার পর ডেম্যু ট্রেনে উঠে। দুইদিন আগে ট্রেনে কাঁদতে দেখে শহীদ মিয়ানামের শ্রীমঙ্গলের এক বৃদ্ধ লোক, ট্রেনযাত্রী জিহাদুল ইসলামকে শ্রীমঙ্গলে নামিয়ে শ্রীমঙ্গলের মুসলিমবাগের সামছুল হকের বাসায় নিয়ে যান।
পুলিশ সংবাদ পেয়ে শরণার্থী শিশুকে থানায় নিয়ে আসতে বললে সামছুলহকনামের ভদ্র লোকআজরবিবার (২৪ সেপ্টেম্বর) বিকাল ৪টায় শ্রীমঙ্গল থানায় নিয়ে আসেন। শ্রীমঙ্গল থানারঅফিসারইনচার্জ (ওসি) কে এম নজরুল জানান-উদ্ধার হওয়া জিহাদ প্রকৃত রোহিঙ্গা কিনাতা শনাক্ত করে দ্রুতই কক্সবাজার রোহিঙ্গা শরণার্থী শিবিরে পাঠানোর প্রক্রিয়া চালানো হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com