শ্রীমঙ্গলে র‌্যানার স্কুল এন্ড কলেজে স্থাপিত আইডিয়া স্যানিটেশন কমপ্লে´ উদ্বোধন

May 2, 2017,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে রাজঘাট ইউনিয়নের অবস্থিত র‌্যানার স্কুল এন্ড কলেজে স্থাপিত আইডিয়া স্যানিটেশন কমপ্লে´ উদ্বোধন করা হয়েছে।
৩০ এপ্রিল রোববার বিকালে এর উদ্বোধন করেন মৌলভীবাজার জলা প্রশাসক মো: তোফায়েল ইসলাম।
ইনস্টিটিউট অফ ডেভেলপমেন্ট আইডিয়া ওয়াশ ফর টি পিকারর্স প্রকল্পের মাধ্যমে ৬লক্ষ ৩৫হাজার টাকা ব্যায়ে চা শ্রমিক জনগোষ্ঠীর জন্য নিরাপদ পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যাভ্যাস উন্নয়নে ওয়াটারএইড বাংলাদেশ-এর সহযোগিতায় এ কাজ বাস্তবায়ন করা হয়।

 

  উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কমৃকর্তা মো: মোবাশ্বেরুল ইসলাম, রাজঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিজয় বুনার্জী, ফিনলে টি কোম্পানী জিএম, কাওসার  আহমেদ প্রমুখ। কমপ্লে´টি উদ্বোধন শেষে স্কুলের প্রধান শিক্ষক মো: নুরুল হক এর কাছে  আনুষ্ঠানিক ভাবে হস্তাস্থর করা হয়।
নির্মিত ল্যাট্রিন কমপ্লে´ নিরাপদ পানি, হাত ধোয়ার ব্যবস্থা, মিনিস্ট্রিয়াল হাইজিন ম্যানেজমেন্ট ও র‌্যাম্পসহ মেয়ে ও ছেলে শিক্ষার্থীদের জন্য আলাদা ব্যবস্থা রয়েছে।
জেলা প্রশাসক মো: তোফায়েল ইসলাম এই প্রত্যন্ত এলাকার শিক্ষার্থীদের জন্য এত সুন্দর ব্যবস্থা করার জন্য আইডিয়ার ভূয়সী প্রশংসা করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com