শ্রীমঙ্গলে র্যাবের প্রতিষ্টা বার্ষিকিতে নিউজ কর্নারের শুভেচ্ছা
বিকুল চক্রবতীর্॥ র্যাপিড একশ্যান ব্যাটালিয়ন র্যাব এর ১৩ তম প্রতিষ্টা বার্ষিকিতে র্যাবের শ্রীমঙ্গল ক্যাম্পের কর্মরত সকল পদমর্যাদার কর্মকর্তা ও সদস্যদের শুভেচ্ছা জ্ঞাপন করেছে শ্রীমঙ্গল নিউজ কর্নার।
২৬ এপ্রিল বুধবার বিকেল সাড়ে ৫টায় র্যাব শ্রীমঙ্গল ক্যাম্পে ক্যাম্পের সহকারী পরিচালক মো: ইমরানের হাতে ফুলেল শুভেচ্ছা তুলে দেন নিউজ কর্নারের সতীর্থরা। এ সময় আরো উপস্থিত ছিলেন, র্যাব ডিএডি মো: কামাল, ডি এ ডি প্রল্পব কুমার সাহাসহ অনান্য কর্মকর্তা ও সদস্যরা।
এ সময় এক সংক্ষিপ্ত আলোচনা সভায় সাংবাদিকদের পক্ষ থেকে বক্তব্যদেন একুশে টেলিভিশনের মৌলভীবাজার জেলা প্রতিনিধি বিকুল চক্রবর্তী, দ্বারিকা পাল মহিলা কলেজের সহকারী অধ্যাপক সাংবাদিক রজত শুভ্র চক্রবর্তী ও আরটিভির স্টাপ রিপোর্টার চৌধুরী ভাস্কর হোম। এ ছাড়াও আরো উপস্থিত ছিলেন মাইটিভির মৌলভীবাজার জেলা প্রতিনিধি সঞ্জয় কুমার দে, দৈনিক সকালের খবর এর শ্রীমঙ্গল প্রতিনিধি সুমন বৈদ্য, এম মুসলিম চৌধুরী, অরবিন্দ দেব, কাউছার আহমদ রিয়ন, বিক্রমজিৎ বর্ধন, রুপম আর্চায্য প্রমূখ।
অনুষ্ঠানে র্যাব শ্রীমঙ্গল ক্যাম্পের সহকারী পরিচালক মো: ইমরান বলেন, ২০০৬ সালে প্রতিষ্টার পর থেকে এই ক্যাম্প মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার প্রায় অর্ধ কোটি মানুষের আইন শৃঙ্খলা রক্ষায় কাজ করে যাচ্ছে। এ সময় তিনি মাদক, সন্ত্রাস ও জঙ্গি দমনে জিরো টলারেন্সে থেকে কাজ করে যাচ্ছেন বলে জানান। সভায় তিনি তাদের কর্মকান্ড পরিচালনায় সাংবাদিক ও এই এলাকার জনগনের সহায়তাও কামনা করেন।
উল্লেখ্য সিলেট র্যাব-৯ এর নিয়ন্ত্রনে মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার সন্ত্রাস দমনে ও আইন শৃঙ্খলা রক্ষায় ২০০৬ সালে শ্রীমঙ্গলে এই ক্যাম্প স্থাপনের পর থেকে এ এলাকায় অসংখ্য অভিযান পরিচালনা করে আসছে র্যাব। এতে আইনের আওতায় এসেছে বহু অপরাধী। ফলে এই এলাকার আইন শৃঙ্খলা রয়েছে ভালো।
মন্তব্য করুন