শ্রীমঙ্গলে লন্ডনপ্রবাসীর তিনকোটি টাকার বাসাসহ জমি দখলের পাঁয়তারা
সাইফুল ইসলাম॥ মৌলভীবাজাররের শ্রীমঙ্গলে পৌর শহরের আরামবাগ আবাসিক এলাকায় লন্ডন প্রবাসী আব্দুল্লা মিয়ার প্রায় তিন কোটি টাকার বাসা দখলের পাঁয়তারার অভিযোগ অর্জুন দাসের বিরুদ্ধে।
৩১ জুলাই সোমবার দুপুরে শ্রীমঙ্গল শহরের আরামবাগ মুচিপট্রি এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় রক্তক্ষর্য়ী সংঘর্ষের ঘটনা ঘটতে পারে বলে আশংকা রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন,অর্জুন দাসের নেতৃত্বে ট্রাক ড্রাইভারসহ একদল সন্ত্রাসী দলবল নিয়ে লন্ডন প্রবাসীর বাসা (ফাতেমা ভিলা) দখল করতে বাসার ভেতরে ভাড়াটিয়াদের উপর হামলা চালায়। বিষয়টি ভাড়াটিরা ভূমির মালিককে জানালে, ভূমির মালিক শহরতলীর মতিগঞ্জ গ্রাম থেকে শতাধিক লোকজন নিয়ে শহরের আরামবাগ এলাকায় অবস্থান নেয়। এসময় অবৈধ দখলকারীরা পালিয়ে যায়। এসময় পুলিশ বাসার কেয়ারটেকার জলিল মিয়া ও দখলদার অর্জুন দাসকে আটক করলেও পরে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলারের জিম্মায় দেয়া হয়।
বাসার কেয়ার টেকার জলিল মিয়া জানান, ২৮ শতক জমির মধ্যে একটি টিনসেডের বাসা ও আরেকটি একতলা বিল্ডিং রয়েছে। আমি বাসায় ছিলাম না। বাসা থাকায় সেই সুবাধে অর্জুন দাস ট্রাকড্রাইভারসহ সন্ত্রাসীদলবল নিয়ে সংঘবদ্ধভাবে একতলা বিশিষ্ট বাসার ভেতরে প্রবেশ করে ব্যাপক ভাংচুর চালায়। পরে পুলিশ বাসার ভেতরে দুটি কক্ষ তালাবদ্ধ করে চাবি তাদের কাছে নিয়ে গেছে।
এবিষয়ে দখলদার অর্জুন দাসের সাথে তার মুঠোফোনে (০১৭১৮২৫১৪৭২) একাধিকবার যোগযোগ করার চেষ্টা করেও তার বক্তব্য নেয়া যায়নি।
এব্যাপারে শ্রীমঙ্গল পৌরসভার ৮ নং ওয়ার্ডের কাউন্সিল ছাদ উদ্দীন সোমবার সন্ধ্যায় মোবাইল ফোনে বলেন,পুলিশ বাসা থেকে দখলকারীকে তাড়িয়ে দিয়েছে। তবে পুলিশ বাসার দুটি রুম তালাবদ্ধ করে চাবি আমার কাছে জিম্মায় দিয়েছে। তিনি আরও বলেন, ৩১ জুলাই সোমবার রাতে উভয়পক্ষকে নিয়ে থানায় হাজির হয়ে কার কি কাগজপত্র আছে তা পর্যালোচনা করা হবে প্রকৃত মালিক কে তা বের করা হবে। আর ভূমির দখলদার অজুন দাস কিভাবে মালিক দাবিদার সেটি দেখা হবে।
তবে বাসায় কেয়ার টেকার জলিল মিয়া বলেন,বাসার জমি নিয়ে মহামান্য হাইকোর্টে দীর্ঘদিন ধরে মামলা আছে। আর এ জমির নামজারী থেকে শুরু করে আরএস খতিয়ান বলেন আর এসএসএ খতিয়ান বলেন সবকিছু আপডেট আমাদের নামে আছে। একটি প্রভাবশালীমহল এক সংবাদকর্মীর নেপথ্য অর্জুন দাসের পক্ষে কাজ করছেন। তিনি আরও বলেন,আরামবাগ এলাকার মতিলাল রবিদাস নামে এক লোকের কাছ থেকে পাওয়ার অব এ্যাটনীমূলে অজুন দাস মালিক দাবিদার হয়ে বাসাসহ জমি দখলের চেষ্টায় লিপ্ত রয়েছেন। তিনি বলেন, থানায় কাগজপত্র নিয়ে হাজির হওয়ার বিষয়ে পুলিশ বা কাউন্সিলার আমাকে কিছু বলেনি।
শ্রীমঙ্গল থানার ওসি কে এম নজরুল বলেন,খবর পেয়ে ঘটনাস্থলে যাই। দুটি পক্ষ মুখোমুখি অবস্থানে ছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসি। তবে জমির প্রকৃত মালিক কে সে বিষয়ে আমার কিছু জানা নেই। তিনি আরও বলেন, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলার (ছাদ উদ্দিনকে) দায়িত্ব দিয়েছি উভয়পক্ষকে নিয়ে থানায় হাজির করার জন্য। কার কি কাগজপত্র আছে সেটি যাচাই বাচাই করে দেখা হবে।
মন্তব্য করুন