শ্রীমঙ্গলে লোকালয় থেকে আবারও একটি অজগর উদ্ধার, লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত
শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে আবারও খাবারের সন্ধানে লোকালয়ে নেমে আসা একটি অজগর উদ্ধার করেছে শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।
রোববার ১০ মার্চ বেলা ২.৩০টার দিকে শ্রীমঙ্গল উপজেলার ৮নং কালিঘাট ইউনিয়নের খাইছড়া চা-বাগান এলাকা থেকে সাপটিকে উদ্ধার করা হয়।
বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল বলেন, রবিবার বেলা আড়াইটার দিকে খবর পাই শ্রীমঙ্গল উপজেলার কালিঘাট ইউনিয়নের খাইছড়া চা বাগানের চেরাগ নামে এক ব্যক্তির সবজির বাগানে পেছনে একটি অজগর সাপ দেখে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা। পরে অক্ষত অবস্থায় ওই এলাকা থেকে সাপটিকে উদ্ধার করে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের শ্রীমঙ্গল কার্যালয়ে হস্তান্তর করা হয়।
স্বপন দেব সজল আরও জানান, বিভিন্ন সময় খাবারের সন্ধানে পার্শ্ববর্তী লাউয়াছড়া বন থেকে অজগরসহ বিভিন্ন বন্যপ্রাণীরা লোকালয়ে বেরিয়ে আসছে। গত ৯ মার্চ সকাল সাড়ে ১১টায় শহরের মৌলভীবাজার রোডস্থ খাই বনে মাছ ধরার খাদ (গর্ত) থেকে একটি অজগর সাপ অক্ষত অবস্থায় উদ্ধার করে বন বিভাগ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
বন্যপ্রাণী বিভাগের ওয়াইল্ডলাইফ রেঞ্জার মো. শহিদুল ইসলাম জানান, আজ দুপুরে একটি খাইছড়া চা বাগান এলাকা থেকে একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। এছাড়াও গতকালও একটি অজগর উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সাপটিকে বিকেলে লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করে দেয়া হয়েছে বলেও
বন্যপ্রাণী বিভাগের ওয়াইল্ডলাইফ রেঞ্জার মো. শহিদুল ইসলাম জানান।
মন্তব্য করুন