শ্রীমঙ্গলে লোকালয় থেকে আবারও বিশাল আকৃতির অজগর উদ্ধার
শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে লোকালয় থেকে বিশাল আকৃতির একটি অজগর সাপ উদ্ধার করেছে শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।
রোববার ২৩ জুন সকালে শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়নের আনসার ব্যাটালিয়ন ক্যাম্পের পাশ থেকে অজগর সাপটি উদ্ধার করেন বন্যপ্রাণী সেবা ফাউন্ডেমনের পরিচালক স্বপন দেব সজল।
সজল দেব জানান, সকালে অজগর সাপটিকে দেখে স্থানীয়রা রাসেল ভাইপার ভেবে অতঙ্কিত হয়ে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেমনে খবর দেয়। সাপটির কোন ক্ষতি না করার পরামর্শ দিয়ে দ্রুত ওই স্থানে গিয়ে অজগর সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করে নিয়ে আসি। এসময় বনবিভাগের এফডি সুব্রত সরকার উপস্থিত ছিলেন। উদ্ধার করা সাপটি ১২ ফুট লম্বা ও ২০ কেজি ওজন হবে। পরে সাপটিকে বনবিভাগ কতৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। এর আগে শনিবার ২২ জুন শ্রীমঙ্গল উপজেলার পৃথক তিনটি স্থান থেকে ১টি অজগর, ১টি বেত আঁচড় সাপ ও ২টি চিল উদ্ধার করে বনবিভাগকে হস্তান্তর করে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন কতৃপক্ষ।
মন্তব্য করুন