শ্রীমঙ্গলে শব্দ ও পরিবেশ দুষণ প্রতিরোধে নবগঠিত প্রতিরোধ কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

August 27, 2017,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে শব্দ ও পরিবেশ দুষণ প্রতিরোধে নবগঠিত প্রতিরোধ কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।
২৭ আগষ্ট রোববার দুপুরে শ্রীমঙ্গল শহরের মৌলভীবাজার রোডস্থ সচেতন নাগরিক কমিটি সনাক, টিআইবি অফিসে এ সভা অনুষ্ঠিত হয়। নবগঠিত শব্দ ও পরিবেশ দুষণ প্রতিরোধ শ্রীমঙ্গল এর আহব্বায়ক ও সনাক সভাপতি সাংবাদিক সৈয়দ নেসার আহমদ এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন প্রতিরোধ কমিটির সদস্য দ্বীপেন্দ্র ভট্টাচার্য, এস এ হামিদ, মো. আজাদ আলী, মো. তহিরুল ইসলাম মিলন, জাহেদুর রহমান ও সাংবাদিক সৈয়দ ছায়েদ আহমদ। সভার আলোচনায় সবাই জানান শব্দ ও পরিবেশষ দুষণ এমন পর্যাযে পৌছেছে যে, সুস্থ্য মানুষও অসুস্থ্য হয়ে যাচ্ছে। এখনই এর প্রতিরোধ সা করলে সামনে আরো ভয়াবহ অবস্থা সৃষ্টি হবে। তাই শব্দ ও পরিবেশ দুষণের বিভিন্ন ক্ষেত্র এব প্রতিকারের জন্য বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়। এ আন্দোলনে আরো সদস্য সংগ্রহসহ বিভিন্ন শ্রেণী পেশা ও সংগঠনের সাথে পরামর্শ ও মতবিনিময়েন সিদ্ধান্ত হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com