শ্রীমঙ্গলে শিক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ অনুষ্ঠিত
শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে স্কুলের শিক্ষার্থীদের সচেতনতা ও প্রয়োজনীয় ধারণা সৃষ্টির লক্ষে প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
২৮ মার্চ মঙ্গলবার সকালে শাহ মোস্তফা জামেয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয় আয়োজনে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, মৌলভীবাজার ইউনিট এই কর্মসুচি বাস্তবায়ন করে। প্রশিক্ষণ প্রধান করেন রেড ক্রিসেন্ট সোসাইটি, মৌলভীবাজার ইউনিট এই যুব প্রধান কামরুল ইসলাম মুন্না, বিভাগীয় প্রধান (প্রশিক্ষণ) মো: ফারুক খান, জিন্টি দেব (ক্রীড়া ও সংস্কৃতি) উপ-প্রধান (রক্ত) শাকিল আহমেদ। এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আবু তাহের শাহেদ গাজী, সহকারী শিক্ষক আখলাকুল ইসলাম চৌধুরী, সিনিয়র শিক্ষক মো: আব্দুল্লাহ আল মনসুর প্রমুখ।
অর্ধ দিবস এ প্রশিক্ষণে শিক্ষাীদের মাঝে চিকিৎসা বিষয়ে জরুরী প্রয়োজনে তাৎক্ষুণিক সেবা দেওয়ার কলা কৌশল ও ধারণা দেওয়া হয়।
মন্তব্য করুন