শ্রীমঙ্গলে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশের অনুষ্ঠিত

September 7, 2017,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শিক্ষাক্ষেত্রে অভিভাবকের গুরুত্ব অনুধাবন ও অংশগ্রহণ বৃদ্ধি, বিদ্যালয়, শিক্ষা কর্তৃপক্ষের সাথে সম্পর্ক উন্নয়ন, বিদ্যমান সমস্যা চিহ্নিতকরণ এবং সমাধানে সম্বিলিত উদ্যোগ গ্রহণের জন্য অভিভাবক সমাবেশের অনুষ্ঠিত হয়।
৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে উপজেলার শ্রীমঙ্গলের বরুনা ফয়জুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সনাক শ্রীমঙ্গল’র সহযোগিতায় ও বিদ্যালয়ের উদ্যাগে বিদ্যালয় প্রাঙ্গণে এ সভা অনুষ্টিত হয়।
বিদ্যালয় এসএমসি’র সহ-সভাপতি মো. জয়নাল মিয়া এর সভাপতিত্বে আলোচনা সভায় সনাকের শিক্ষা বিষয়ক উপ-কমিটির সদস্য বদরুল আলম এর স্বাগত বক্তব্যে সমাবেশের উদ্দেশ্য তুলে ধরেন এবং টিআইবি’র এরিয়া ম্যানেজার পারভেজ কৈরী এবং সনাক সদস্য দ্বীপেন্দ্র ভট্টাচার্য বিগত সমাবেশের প্রস্তাব ও সিদ্ধান্তসমূহের বর্তমান অবস্থা, অগ্রগতি, পর্যবেক্ষন ও সুপারিশ উপস্থাপন করেন। বিদ্যালয়ে প্রধান শিক্ষক সুশান্ত কুমার পাল টিআইবি ও সনাকের সহযোগিতায় বিদ্যালয়ের বর্তমান অবস্থা ও অগ্রগতি চিত্র ব্যাক্ত করেন। সমাবেশে আরো বক্তব্য রাখেন স্বজন সদস্য আব্দুর রহমান।
অভিভাবক সমাবেশের অতিথিরা বলেন, অভিভাবকের সচেতনতা, দায়িত্বশীলতা ও সযতœ পরিচর্যা একজন শিশুকে আগামী দিনের যোগ্য ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়তা করে। অভিভাবক ও বিদ্যালয়ের মধ্যে একটি কার্যকর যোগসূত্র তৈরীর মাধ্যমে শিক্ষার্থীদের লেখাপড়া এবং তাদের শারীরিক, মানসিক বিষয়ে সচেতনতা তৈরির মাধ্যমে বিদ্যালয়ে শিক্ষাবান্ধব পরিবেশ সৃষ্টি এবং বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন সম্ভব।
সমাবেশে মা, অভিবাবক, ছাত্রসহ প্রায় তিন শতাধিক উপস্থিত ছিলেন। এছাড়াও বিদ্যালয়ের শিক্ষক, এসএমসি, সনাক, ইয়েস সদস্য এবং টিআইবি’র কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com