শ্রীমঙ্গলে শিশুরা মৌলিক শিক্ষা গ্রহণের সক্ষমতা অর্জনের লক্ষ্যে অবহিতকরণ সভা অনুষ্ঠিত
শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শিশুরা মৌলিক শিক্ষা গ্রহণের সক্ষমতা অর্জনের লক্ষ্যে এবং মানসম্পন্ন প্রাক শৈশবকালীন উন্নয়ন কেন্দ্র ও গুণগত সেবা প্রাপ্তির ক্ষেত্রে চা বাগান ও হাওড় এলাকায় শিশুদের প্রবেশগম্যতা ও সুযোগ বৃদ্ধির উদ্দেশ্য মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
১৬ মে মঙ্গলবার সকালে শ্রীমঙ্গল উপজেলা পরিষদ মিলনায়তনে এডকেশন এজ রাইটস ইন টি গার্ডেন এন্ড হাওড় আর্থ এর প্রকল্প কর্মসুচির উদ্যোগে এ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোবাশশেরুল ইসলামের সভাপতিত্বে অসভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রণধীর কুমার দেব। ব্রেকিং দ্যা সাইলেন্স এর গ্রোগ্রাম ম্যানেজার মো: আবু হানিফ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যাান হেলেনা চৌধুরী, এডুকো কান্ট্রি ডিরেক্টর জনী এম সরকার, সনাক সভাপতি সাংবাদিক সৈয়দ নেসার আহমদ,প্রেসক্লাব সাধারণ সম্পাদক এম ইদ্রিস আলী ও এডুকো কর্মসুচি পরিচারক মো: জসিম উদ্দিন। এসময় বক্তব্য রাখেন ব্রেকিং দ্যা সাইলেন্স এর কর্মসুচি পরিচারক জাহিদুল ইসলাম, এমসিডার প্রধান নির্বাহী মো: তহিরুল ইসলাম মিলন, কালাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: মুজিবুর রহমান মুজুল, উপজেলা মধ্যমিক শিক্ষা কর্মকর্তা দীলিপ কুমার বর্ধন। ব্রেকিং দ্যা সাইলেন্স ও এমসিডার আয়োজনে এডুকোর সহযোগীতায় এ প্রকল্পের অর্থায়ন করেছে চাইল্ড ফান্ড কোরিয়া। এ প্রকল্পটি শ্রীমঙ্গল উপজেলার ৪টি চা বাগান, ১টি হাওড় ও কমলগঞ্জের একটি চা বাগানে কার্যক্রম পরিচালনা করছে।
মন্তব্য করুন