শ্রীমঙ্গলে শিশু উদ্যান ও পাবলিক লাইব্রেরি অবৈধ দখলদার মুক্ত করার দাবীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মানববন্ধন

February 23, 2025,

স্টাফ রিপোর্টার : শিশু উদ্যান ও পাবলিক লাইব্রেরি অবৈধ দখলদার মুক্ত করা ও সংস্কারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও সচেতন নাগরিক সমাজ।

শ্রীমঙ্গলের স্থানীয় শিশু উদ্যানের সামনে ২৩ ফেব্রুয়ারি দুপুরে দেড় ঘন্টা ব্যাপী মানববন্ধনে অংশ নেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী ছাড়াও বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী এবং সচেতন নাগরিক সমাজের প্রতিনিধিরা।

মানববন্ধন শেষে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন শ্রীমঙ্গলের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা দেলোয়ার হোসেন, মুজাহিদ ইসলাম, ফারজানা নাজনীন নিশি, জাতীয় নাগরিক কমিটির নিলয় রশিদ, তুহিন চৌধুরী, ফুয়াদ ইসলাম প্রমূখ।

তারা অবিলম্বে শিশু উদ্যান ও পাবলিক লাইব্রেরি অবৈধ দখলদার মুক্ত করা ও সংস্কার করে সেটি শিশুদের খেলার উপযোগী করার পাশাপাশি পাবলিক লাইব্রেরি খোলে দেয়ার দাবি জানান।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com