শ্রীমঙ্গলে ৩ দিনব্যাপী গণেশ উৎসব

August 24, 2017,

শ্রীমঙ্গল  প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে প্রথম বারের মত ২৫ আগস্ট শুক্রবার থেকে শুরু হয়েছে গণেশ চর্তুর্থীতে গণেশ উৎসব। আর এ গণেশ উৎসবকে ঘিরে শ্রীমঙ্গলে সৃষ্টি হয়েছে সাজ সাজ রব। এরই মধ্যে পোস্টার, ফেস্টুন, ব্যানারে ছেয়ে গেছে পুরো শ্রীমঙ্গল। সনাতনী সেবা সংস্থা ‘বৈদিক’ এর আয়োজনে এ বিশাল গণেশ উৎসব অনুষ্ঠিত হবে শ্রীমঙ্গল শহরের শাপলাবাগ আবাসিক এলাকায়।
শুক্রবার প্রথম দিন সকালবেলা গণেশ চতুর্থীতে সিদ্ধিদাতা গণেশের পুজার মাধ্যমে এর আনুষ্ঠানিকতা শুরু হবে, দুপুরে বিশ্ব শান্তি ও মঙ্গল কামনায় করা হবে “অগ্নিহোত্র যজ্ঞ” দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের পর সন্ধ্যায় থাকছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্টান।
২য় দিন শনিবার দিনব্যাপী বিভিন্ন প্রতিযোগিতা, ধর্মীয় আলোচনা সভা, এবং সন্ধ্যায় সন্ধ্যা আরতি এর পর সাংস্কৃতিক অনুষ্টান।
৩য় দিন রবিবার বিকেলে প্রতিমা নিয়ে শ্রীমঙ্গল শহর প্রদক্ষিণ করে প্রতিমা বির্শজন দেওয়ার মাধ্যমে অনষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হবে।
এ ব্যাপারে গণেশ পুজা উৎযাপন কমিটির সহ-স¤পাদক শিমুল তরফদার জানান, আমরা শ্রীমঙ্গলে সনাতন ধর্মালম্বী তরুনরা মিলে এই গণেশ উৎসবের আয়োজন করেছি। আমরা এই পুজার মাধ্যমে সকলে একত্রিত হয়ে সমাজের ভাল কাজ করতে আরো এগিয়ে যেতে চাই। আমরা চাই তরুনরা বিপথে না গিয়ে ধর্মের পথে হাটুক।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com