শ্রীমঙ্গলে শুরু হয়েছে নাট্য ব্যক্তিত্ব প্রয়াত নিহারেন্দু কর স্মরনে নিহারেন্দু নাট্য উৎসব ২০১৭
বিকুল চক্রবর্তী॥ “ব্যর্থ প্রাণের আর্বজনা পুড়িয়ে ফেলে আগুন জ্বালো” এই শ্লোগানকে সামনে রেখে মৌলভীবাজারে শুরু হয়েছে ৪দিন ব্যাপী নিহারেন্দু কর নাট্য উৎসব ২০১৭।
২২ মার্চ বুধবার রাত ৮টায় শ্রীমঙ্গল মহসীন অডিটরিয়ামে প্রান্থিক থিয়েটারের উদ্যোগে জাতীয় সংগীত ও প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে নাট্য উৎসবের উদ্বোধন করেন নাট্যপ্রাণ ব্যক্তিত্বরা।
উদ্বোধন শেষে ঢাকার খ্যাতনামা নাট্য সংগঠন প্রাঙ্গণমোড় তাদের বিখ্যাত নাটক আওরঙ্গজেব মঞ্চায়ন করে।
পরে আয়োজক প্রান্থিক থিয়েটারের পক্ষ থেকে প্রাঙ্গণমোড়ের কর্নধার অনন্তহীরার হাতে তুলে দেয়া হয় সম্মাননা ক্রেষ্ট।
প্রান্থিক থিয়েটারের সভাপতি এম রহিম জানান, আগামী ৩টি পৃথক দিনে আরো ৩টি নাটক পরিবেশিত হবে সে গুলো হলো বেধুয়া, হাফ আখড়াই ও কিনু কাহারের থিয়েটার।
উল্লেখ্য নিহারেন্দু কর ছিলেন মৌলভীবাজার জেলা তথা সিলেট বিভাগের প্রতিত যশা নাট্য ব্যক্তিত্ব, নাট্য সংগঠক, নাট্যকার, নাট্য নির্দেশক ও নাট্যাভিনেতা। ২০১৩ খ্রিষ্টাব্দে তিনি এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় প্রাণ হারান।
মন্তব্য করুন