শ্রীমঙ্গলে শেষ হয়েছে ৩দিন ব্যাপি জাতীয় পথ নাট্যোৎসব
বিকুল চক্রবতী॥ মূল্যবোধের অবক্ষয় রুখবো- মানবিক সমাজ গড়বো এই শ্লোগান নিয়ে শ্রীমঙ্গলে অনুষ্ঠিত হয়ে গেলো তিন দিনব্যাপি সিলেট অঞ্চলের জাতীয় পথ নাট্যোৎসব । সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলের ৮টি নাট্য দল এ উৎসবে নাটক পরিবেশন করে।
তৃনমূল পর্যায়ে নাট্য চর্চাকে আরো উৎসাহিত করতে সংস্কৃতি মন্ত্রনালয়ের সহযোগীতায় এবং বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের আয়োজনে শ্রীমঙ্গল পৌর শহীদ মিনারে শুরু হয়েছে তিন দিনব্যাপি জাতীয় পথ নাট্যোৎসব ।
২৪ ফেব্রুয়ারি শুক্রবার রাত ১১ টায় সম্মাননা স্মারক বিতরনের মধ্যদিয়ে নাট্য উৎসবের সমাপ্ত ঘোষনা করা হয়।
এর আগে বুধবার সন্ধ্যায় এই উৎসবের উদ্বোধন করেন বাংলাদেশ পথ নাটক পরিষদের সহ সভাপতি মিজানুর রহমান।
বিভিন্ন স্তরের দর্শকদের উপস্থিতিতে ৩দিন ব্যাপী এ নাট্যোউৎসব জমে উঠেছিলো। প্রানবন্ত অভিনয় মুগ্ধ করেছিলো উপস্থিত দর্শকদের।
মন্তব্য করুন