শ্রীমঙ্গলে সততা সংঘের শপথ বাক্য পাঠ ও মানববন্ধন

March 28, 2017,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ দুর্নীতি দমন কমিশন (দুদক ) কর্তৃক দুনীতি প্রতিরোধ সপ্তাহ পালন উপলক্ষে দুনীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) শ্রীমঙ্গল এর উদ্যোগে সততা সংঘের সদস্যদের শপথ বাক্য পাঠ ও মানববন্ধন কর্মসুচি অনুষ্ঠিত হয়েছে।
২৮ মার্চ মঙ্গলবার সকালে শ্রীমঙ্গল চৌমহনা চত্ত্বরে শপথ বাক্য পাঠ ও মানববন্ধন কর্মসুচি পালিত হয়। সততা সংঘের সদস্যদের শপথ বাক্য পাঠ করান দুনীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) শ্রীমঙ্গল এর সভাপতি সাংবাদিক সৈয়দ নেসার আহমদ। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ সভাপতি ডা: হরিপদ রায়, সাধারণ সম্পাদক আলহাজ্ব মো: আব্দুর রউফ তালুকদার, সদস্য মো: কাওছার ইকবাল, এস এ হামিদ ও সৈয়দ ছায়েদ আহমদ। এর আগে একই স্থানে মানববন্ধন অনুষ্ঠিত হয়।


এতে বক্তব্য রাখেন বিটিআরআই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: সায়েক আহমদ, ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো: মুনসুর ইকবাল, সততা সংঘের সদস্য সিনথিয়া স্মিতা, আশিকুর রহমান, সুজিতা দাশ, পল্লব ধর, শান্তা চক্রবর্তী, মো: সাইফুল ইসলাম ও মাহমুদা আক্তার প্রমুখ। কর্মসুচিতে শ্রীমঙ্গল সরকারী কলেজ, উপাধ্যক্ষ আব্দুস শহীদ কলেজ, সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, বিটিআরআই উচ্চ বিদ্যালয়, ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়, মনাই উল্লাহ উচ্চ বিদ্যালয়, শাহ মোস্তফা জামেয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ও উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয়ের সততা সংঘের সদস্যরা অংশ গ্রহন করে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com