শ্রীমঙ্গলে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও এসএমসির সভাপতিদের অংশগ্রহণে সভা অনুষ্ঠিত

April 24, 2017,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ সরকারী প্রাথমিক বিদ্যালয় সমুহের প্রধান শিক্ষক ও এসএমসির সভাপতিদের অংশগ্রহণে প্রাথমিক শিক্ষায় স্বচ্চতা ও জবাবদিহিতা বৃদ্ধি এবং সেবার মান্নোয়নে স্থানীয় পর্যায়ে করণীয় শীর্ষক মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
২৪ এপ্রিল  সোমবার সকালে শ্রীমঙ্গল উপজেলা পরিষদ মিলনাাতনে সচেতন নাগরিক কমিটি (সনাক) শ্রীমঙ্গল, টিআইবির উদ্যাগে ও উপজেলা শিক্ষা অফিসের সহযোগীতায় এ সভা  অনুষ্ঠিত হয়। সনাক শ্রীমঙ্গল সভাপতি সাংবাদিক সৈয়দ নেসার আহমদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান রণধীর কুমার দেব। স্বজন সদস্য শিক্ষিকা অনিতা দেব এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মো: মোশারফ হোসেন, সহকারী শিক্ষা কর্মকর্তা মো: সাইফুল ইসলাম। অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন শিক্ষা উপকমিটির আহবায়ক প্রভাষক জলি পাল এবং অনুষ্ঠানে উদ্যেশ্য তুলে ধরে বক্তব্য রাখেন টিআইবির প্রোগ্রাম ম্যানেজার চিত্ত রঞ্জণ রায়। এসময় আরো বক্তব্য রাখেন এসএমসির সভাপতি সাংবাদিক ইসমাইল মাহমুদ, এনাম আহমদ চৌধুরী, প্রধান শিক্ষিক আছিযা বেগম, খন্দরকার জাকির হোসেন প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com