শ্রীমঙ্গলে সর্বনিন্ম তাপমাত্রা ৫.৭ ডিগ্রী সেলসিয়াস
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে হঠাৎ করে শীত জেকে বসেছে। জেলার শ্রীমঙ্গলে ১৪ জানুয়ারি শনিবার সকাল ৬টায় সর্বনিন্ম তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৫.৭ ডিগ্রী সেলসিয়াস।
শ্রীমঙ্গলস্থ আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক মোঃ হারুন অর রশিদ জানান, বৃহস্পতিবার শ্রীমঙ্গলে তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল সর্বনি¤œ ৭ দশমিক ৯ ডিগ্রী সেলসিয়াস এবং শুক্রবার সর্বনি¤œ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস। আজ শনিবার রেকর্ড করা হয়েছে ৫.৭ ডিগ্রী সেলসিয়াস।
রাতের বেলা কুয়াশা কম থাকায় শীতের তীব্রতা বেড়ে গেছে। পাশাপাশি শ্রীমঙ্গলের উপর দিয়ে বইছে মৃদ্যু শৈত্যপ্রবাহ। আবহাওয়ার এ অবস্থা আরও কয়েকদিন এ ভাবে থাকতে পারে।
হঠাৎ করে জেলা সদর সহ বিভিন্ন উপজেলায় শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় শীত ও শীত জনিত বিভিন্ন রোগে শিশু ও বৃদ্ধ আক্রান্তের সংখ্যা বাড়ছে। গরীব ও নিম্ন আয়ের মানুষ ফুটপাতে ছুটছেন কম মূল্যে গরম কাপড় কেনার জন্য।
এছাড়াও খড়কুটা জ্বালিয়ে অনেকে শীত নিবারণের চেষ্টা করছেন। মৌলভীবাজারের সিভিল সার্জন সত্যকাম চক্রবর্তী জানান, হাসপাতালে শীত জনিত শ্বাস কষ্ট, নিউমোনিয়া, জ্বর, স্বর্দি কাশি রোগে আক্রান্ত রুগীর সংখ্যা এখন সবচেয়ে বেশী।
মন্তব্য করুন