শ্রীমঙ্গলে সাংস্কৃতিক অনুষ্ঠান আর পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে শেষ হয়েছে তথ্য মেলা
শ্রীমঙ্গল প্রতিনিধি : শ্রীমঙ্গলে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে শেষ হয়েছে দুই দিনের তথ্য মেলা।
বৃহস্পতিবার ২০ নভেম্বর বিকেলে শ্রীমঙ্গল উপজেলা পরিষদ মাঠে নৃত্য, সংগীতা অনুষ্টান ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে দুই দিনে তথ্য মেলার সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আবু তালেব। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (এসিল্যান্ড) মো: সালাউদ্দিন বিশ্বাস, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম, এডভোকেট সৈয়দা শিরিন অক্তার সনাক সিলেট সভাপতি, শ্রীমঙ্গল সনাক সভাপতি দ্বিপেন্দ্র চন্দ্র ভট্রাচার্য, উপজেলা প্রকল্প অফিসার আসাদুজ্জামান, প্রকৌশলী মো. ইউসিুফ খান, মেলার আহ্বায়ক সাংবাদিক সৈয়দ ছায়েদ আহমদ প্রমুখ।
উপজেলা পরিষদ ও সচেতন নাগরিক কমিটি (সনাক)-টিআইবির যৌথ আয়োজনে ২দিনের এ মেলায় সরকারি সেবা প্রদানকারী প্রায় ৩৪টি প্রতিষ্ঠান তাদের তথ্য নিয়ে অংশগ্রহণ করে।
মন্তব্য করুন