শ্রীমঙ্গলে সুশাসন প্রতিষ্ঠার নিমিত্ত অংশীজনের অংশগ্রহণে ১ দিনের কর্মশালা অনুষ্ঠিত
শ্রীমঙ্গল প্রতিনিধি : শ্রীমঙ্গলে সুশাসন প্রতিষ্ঠার নিমিত্ত অংশীজনের অংশগ্রহণে ১ দিনের কর্মশালা অনুষ্ঠিত হয়।
শনিবার ২ নভেম্বর সকাল ৯টায় উপজেলার মহসিন অডিটোরিয়ামে বিভাগীয় উপপরিচালকের আয়োজনে এই সুশাসন প্রতিষ্ঠার নিমিত্ত অংশীজনের অংশগ্রহণে ১দিনের কর্মনাশার আয়োজন করা হয়। কর্মশালায় সিলেট বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ের প্রাথমিক শিক্ষা অফিসার, সহকারী শিক্ষা অফিসার সহ উপজেলা পর্যায়ের শিক্ষক ও সাংবাদিকৃন্দ উপস্থিত ছিলেন।
সিলেট বিভাগের প্রাথমিক উপপরিচালক মো. জালাল উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আব্দুল হাকিম। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক জনাবা শাহীনুর শাহীন খান বিশেষ অতিথি হিসাবে উপস্হিতছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্হিত হয়ে (মহা পরিচালক প্রাথমিক শিক্ষা অধিদপ্তর)-মান উন্নয়নের জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিয়ে থাকেন। স্কুলে শিক্ষার্থী ও শিক্ষকদের শতভাগ উপস্থিতি থাকতে হবে। এছাড়াও তিনি বলেন কোনো শিক্ষক স্কুল ফাঁকি দিলে সাথে সাথে ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য করুন