শ্রীমঙ্গলে সুসাইডের বিরুদ্ধে সোচ্চার হোন শীর্ষক কনসার্ট

September 11, 2021,

বিকুল চক্রবর্তী॥ বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস উপলক্ষে ’ শ্রীমঙ্গলে “আত্মহত্যা কখনই সমাধান নয়” শীর্ষক এক কনসার্টের আয়োজন করে শ্রীমঙ্গলের ইয়োথ অর্গানাইজেশন অধ্যায়।
১০ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যায় শহরের মহসিন অডিটোরিয়াম কাম কমিউনিটি সেন্টারে আয়োজিত এ কনসার্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শামীম অর রশীদ তালুকদার। আরো উপস্থিত ছিলেন মানবাধিকার কর্মী এস কে দাশ সুমন, দ্য ডেইলি অবজারভার প্রতিনিধি রুপম আচার্য্য, সাংস্কৃতিক কর্মী দেলোয়ার হোসেন মামুন প্রমূখ।
আয়োজিত এই কনসার্টের মাধ্যেমে উঠে আসে ‘আত্মহত্যা কখনই সমাধান নয়। সময় যতই কঠিন হোক না কেন, শেষ নিশ্বাস পর্যন্ত লড়াই করুন। আপনি অন্ধকারকে পরাস্ত করে আলো হতে পারেন।’
অধ্যায়’র আহবায়ক ভূপেন চন্দ্র সেন বলেন, বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবসের এই দিনে আমরা এই আয়োজনের উদ্দেশ্য হলো সবাইকে আত্মহত্যা থেকে দূরে সরানো। সবাইকে আত্মহত্যা থেকে দূরে সরানোর জন্য এই প্রজন্ম কে সুস্থ সামাজিক ও সাংস্কৃতিক পর্যায়ে যুক্ত হওয়ার মাধ্যম আত্মহত্যার মত মহাপাপ থেকে নিজেকে এবং চারপাশের মানুষদের কে দূরে রাখার জন্য উদ্বুদ্ধ করা হয়।
“আত্মহত্যা কখনই সমাধান নয়” অধ্যায়ের এই আহবানে মোট ৮টি দল সারা দিয়ে সংগীতে অংশ নেয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com