শ্রীমঙ্গলে স্থানীয় সমমনা সংগঠনের প্রতিনিধিদের সাথে সনাকের নেটওয়ার্কিং সভা

August 17, 2017,

শ্রীমঙ্গল প্রতিনিধি ‘জাগ্রত বিবেক দূর্জয় তারুণ্য দুর্নীতি রুখবেই’ এই শ্লোগানকে সামনে রেখে  সচেতন নাগরিক কমিটি (সনাক) শ্রীমঙ্গল এর উদ্যোগে টিআইবি-এর সহায়তায় শ্রীমঙ্গলে কর্মরত বিভিন্ন সেবা প্রদানকারী প্রতিষ্ঠান প্রতিনিধিদের সাথে এক নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত হয়েছে।

১৭ আগষ্ট বৃহস্পতিবার বিকাল ৪টায়  সনাক কার্যালয়ে এ সভা অনুষ্টিত হয়।

সনাক সভাপতি সৈয়দ নেসার আহমদ, এর সভাপতিত্বে ও সঞ্চালনায় নেটওয়ার্কিং সভার উদ্দেশ্য নিয়ে বক্তব্য রাখা হয়।

 সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের মধ্যে বক্তব্য রাখেন ম্যাক বাংলাদেশ এর নির্বাহী পরিচালক এস এ হামিদ, আইডিয়া এর প্রজেক্ট ম্যানেজার পঙ্কজ ঘোষ দস্তিদার, এমসিডার নির্বাহী পরিচালক তহিরুল ইসলাম মিলন, সুপ্রভাত উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোহন চন্দ্র দেব প্রমুখ। নেটওয়াকিং সভায় সনাক সদস্যেদের মাধ্যে উপস্থিত ছিলেন মো: রহমত আলী, জলি পাল, স্বজন সমন্বয়কারী সৈয়দ ছায়েদ আহমদ ও টিআইবি এরিয়া ম্যানেজার পারভেজ কৈরী।

সভায় ৪টি উদ্দেশ্যকে সামনে রেখে আলোচনা এগিয়ে যায়  টিআইবি ও সনাক কার্যক্রম সম্পর্কে সমমনা সংগঠনসমূহকে অবহিত করা,  সমমনা সংগঠনসমূহের মধ্যে পারস্পারিক সম্পর্ক উন্নয়ন, সহযোগিতা বৃদ্ধি ও সমন্বয় সাধন করা, দুর্নীতি বিরোধী সামাজিক আন্দোলনকে বেগবান ও শক্তিশালীকরণে সকলের  অংশগ্রহন নিশ্চত করা, এবং সমমনা সংগঠনসমূহকে দুর্নীতি বিরোধী সামাজিক আন্দোলনে সম্পৃক্ত করা। নেটওয়ার্কিং সভায় শ্রীমঙ্গলকে শিক্ষা, স্বাস্থ্য, স্যানিটেশনে উন্নত , সামাজিক ব্যাধিমুক্ত, ভিক্ষুকমুক্ত, দারিদ্র ও দুর্নীতিমুক্ত  এলাকা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বক্তারা বলেন স্বাস্থ্য, শিক্ষা, স্থানীয় সরকার ও ভূমিখাতকে দুর্নীতিমুক্ত করতে হবে এবং সকল এনজিওকে সমন্বয়ের মাধ্যমে কাজ করতে হবে। সেই সাথে তথ্য অধিকার আইন সম্পর্কে নিজে জানতে হবে এবং অন্যকে জানাতে হবে। নিজে সঠিক তথ্য জানলে এবং অন্যকে জানালে দুর্নীতির হাত থেকে রক্ষা পাওয়া যাবে। সকল বক্তাই স্থানীয় সরকার খাতকে আরো শক্তিশালী করার লক্ষ্যে এক যোগে কাজ করার আহ্বান জানান এবং সকলে বলেন যেকোন  উন্নয়নে নারী পুরুষ এক যোগে কাজ করতে হবে।

সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা কাজের সমন্বয় সাধণের জন্য ম্যাক বাংলাদেশ নির্বাহী পরিচালক এস এ হামিদকে আহব্বায়ক করে ৯ সদস্য বিশিষ্ট একটি সমন্বয় কমিটির গঠন হয়।

এছাড়াও সভায় আগামী ১৭ সেপ্টেম্বর ২০১৭ তারিখে সনাকের তথ্য মেলা আয়োজন প্রসঙ্গে সম্মিলিত ভাবে সহযোগিতার আশ^াস নিয়ে একটি সিদ্ধান্ত নেয়া হয় এবং সবাই স্টল দেয়ার জন্য অনরোধ করা হয়। সভায় সকল প্রতিষ্ঠান প্রধান নিজ নিজ প্রতিষ্ঠানের কাজ স্বচ্ছ ও জবাবদিহিতার মধ্যে রেখে  টিআইবি’র  দুনীতিবিরোধী আন্দোলনে সহায়তা করার জন্য একটি শক্তিশালী নেটওয়ার্কের মাধ্যমে একযোগে কাজ করার অঙ্গীকার এর পাশাপাশি সনাকের ভবিষ্যত কর্মসুচিতে সার্বিক সহযোগিতা করার আশাবাদ ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com