শ্রীমঙ্গলে স্বজনের উদ্যোগে দিনব্যাপী ভ্রাম্যমান দূর্নীতি বিরোধী প্রচারণা ও বাউল গান অনুষ্ঠিত

July 25, 2016,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে স্বজনের উদ্যোগে দিনব্যাপী ভ্রাম্যমান দূর্নীতি বিরোধী প্রচারণা ও বাউল গান অনুষ্ঠিত হয়েছে।
রোববার ২৪ জুলাই দুপুর ২ টা থেকে রাত ৮টা পর্যন্ত উপজেলার কালাপুর ইউনিয়নের হাজীপুর বাজার, ভৈরবগঞ্জ বাজার, কালাপুর বাজার, কাকিয়া বাজার ও শ্রীমঙ্গলে শহরে ট্রাকে মঞ্চ সাজিয়ে দূর্নীতি বিরোধী প্রচারণ ও বাউল গান অনুষ্ঠিত হয়।

Sreemangal--Pic-2----20,-07‘‘ জাগ্রত বিবেক, দূর্জয় তারুণ্য, দূর্নীতি রুখবেই’’ এই শ্লোগান নিয়ে ট্রান্সপারেেিন্স ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি সহযোগীতায় গঠিত সচেতন নাগরিক কমিটি সনাকের সহযোগী সংগঠন স্বচ্চতার জন্য নাগরিক স্বজন শ্রীমঙ্গল এর উদ্যোগে দুর্নীতি বিরোধী এ কর্মসুচি অনুষ্ঠিত হয়। স্বজন সদস্য নিতেশ সুত্রধরের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্বজন সমন্ময়কারী সাংবাদিক সৈয়দ ছায়েদ আহমদ, সহ-সমন্ময়কারী শাহ আরিফ আলী নাচিম, সদস্য এস এ হামিদ। এসময় উপস্থিত ছিলেন স্বজন সদস্য পরিমল সিং বাড়াইক, তমাল কান্তি রায় দুলাল, ইয়েস সদস্য অপরাজিতা দেব মৌমি, আবু নাসের, অঞ্জন, টিআইবি এরিয়া ম্যানেজার খোদেজা বেগম, সহকারী এরিয়া ম্যানেজার (অর্থ) মো. মাহবুব আলম ও অফিস সহকারী বরুণ রঞ্জন দেব প্রমুখ। অনুষ্ঠানে বক্তব্যর পাশাপশি দুর্নীতি বিরোধী বাউল গান, স্থানীয় সরকার, ভুমি ও স্বাস্থ্য সেবা সর্ম্পকিত বিভিন্ন তথ্য সম্বলিত ভাজপত্র জনগণের মাঝে বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com