শ্রীমঙ্গলে স্বাস্থ্য ও সেবা গ্রহীতাদের সাথে মুখোমুখি অনুষ্ঠান অনুষ্ঠিত

August 26, 2017,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে স্বাস্থ্য কর্তৃপক্ষ ও সেবা গ্রহীতাদের সাথে মুখোমুখি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
২৬ আগষ্ট শনিবার দুপুরে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লে´ হলরুমে সচেতন নাগরিক কমিটি সনাক টিআইবি শ্রীমঙ্গল এর উদ্যোগে এ মুখোমুখি অনুষ্ঠান অনুষ্টিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জয়নাল আবেদীন টিটো এর সভাপতিত্বে ও টিআইবি এরিয়া ম্যানেজার পারভেজ কৈরীর সঞ্চালনায় স্বাস্থ্য খাতে সেবার মনোন্নয়নে সনাক-টিআইবি’র কার্যক্রম পর্যবেক্ষ, অর্জন ও প্রত্যাশা নিয়ে স্বাগত বক্তব্য রাখেন স্বাস্থ্য উপ-কমিটির আহবায়ক দ্বীপেন্দ্র ভট্টচার্য। টিআইবি ও সনাকের কার্যক্রম নিয়ে বক্তব্য রাখেন সনাক শ্রীমঙ্গল এর সভাপতি সাংবাদিক সৈয়দ নেসার আহমদ এবং স্বাস্থ্য কর্তৃপক্ষের পক্ষে বক্তব্য রাখেন ডা. মহিউদ্দন শিবলী। অনুষ্ঠানে মুক্ত আলোচনায় এনজিও কর্মী এস এ হামিদ, সাংস্কৃতিককর্মী নিতেশ সুত্রধরসহ বেশ কয়েকজন সেবাগ্রহীতা তাদের হাসপাতাল থেকে সেবা নিতে গিয়ে বিভিন্ন সমস্যার কথা উল্লেখ করেন এবং কিছু কিছু ক্ষেত্রে ভাল সেবা পাওয়ার কথাও শিকার করেন। অনুষ্ঠানের সভাপতি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জয়নাল আবেদীন টিটো হাসপাতালের সার্বিক অবস্থা নিয়ে বক্তব্য রাখেন। তিনি উপস্থিত সকলকে আশ্বস্ত করেছেন যে তিনি ওই চেয়ারে যতদিন থাকবেন সবচেয়ে ভালো সেবা দেওয়ার আপ্রাণ চেষ্ঠা করবেন। মাঝে মাঝে কিছু ভুলক্রটি থাকতে পারে এবং বিভিন্ন সীমাবদ্ধাতার কথা তিনি শিকার করেন। সমস্যাগুলোও আস্তে আস্তে শেষ বা সমাধান হবে। তিনি আরো জানান, একটা মাকেও বাড়ীতে ডেলিভারী করতে দেওয়া হবেনা। নিরাপদ ডেলিভারীর জন্য অবশ্য আসপাতালে আসার অনুরোধ জানান। এসময় আরো উপস্থিত ছিলেন সনাক সদস্য মো. রহমত আলী, অধ্যাপক বদরুল আলম, স্বজন সমন্বয়কারী সাংবাদিক সৈয়দ ছায়েদ আহমদ, স্বজন সদস্য হাবীবুর রহমান শহীদ, পরিমল সিং বাড়াইক, ডা. শামীম আহমদ ও ডা. শুভ্রাংশু শেখর দে প্রমুখ।
স্বাগত বক্তব্যের পর বিগত ৩০ জানুয়ারি ২০১৭ ইং তারিখ সেবাগ্রহীতাদের সাথে সেবাদাতাদের যৌথ সভার ফলোআপ নিয়ে আলোচনা হয়। ফলো আপের বিষয়গুলি হচ্ছে- হাসপাতালে ডাক্তার পাওয়া যায় না,ওষূধ পাওয়া যায় না, বিভিন্ন পরীক্ষা নিরিক্ষা বাহিরে করতে হয়, হাসপাতালে এসে বিভিন্ন ভাবে হয়রানির শিকার হতে হয়, হাসপাতালের অতিরিক্ত ফি আদায়/লেনদেন উিউটি রোস্টার অনুযায়ী ডাক্তার/নার্স/কর্মচারীদের উপস্থিতি, নির্দিষ্ট সময়ের মধ্যে ডাক্তারের উপস্থিতি, পরিস্কার পরিছন্নতা টয়লেট ব্যবস্থা প্রতিদিনের ওষধ এর সহজলভ্যতা, ঔষধের তালিকা হালনাগাদ, নারীদের সেবা সংক্রান্ত বিষয়ে উপস্থিত জনগন খোলামেলাভাবে আলোচনা করেন। উক্ত বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ বলেন বর্তমানে হাসপাতালে ডাক্তার ও নার্স এর সমস্যা নেই। কিন্তুু ক্লিনার ও আয়ার সমস্যাটি জটিল। প্রায় ৫০% ঔষধ হাসপাতাল থেকে দেয়া হয়। যেসকল পরীক্ষা নিরীক্ষা হাসপাতালে নেই তা বাহির থেকে করতে হয়। এখন ডাক্তার রোগীদের সাথে খারাপ আচরণ করে না। ঔষধের তালিকা এখন নিয়মিত হালনাগাদ করা হয়। অত:পর হাসপাতালের অবৈধ লেনদেন (বহি: বিভাগের টিকিট, প্যাথলজি টেষ্ট, ড্রেসিংকরতে, ইনজেকশন পুশ করতে ইত্যাদি), ডিউটি রোস্টার অনুযায়ী ডাক্তার/নার্স/কর্মচারীদের উপস্থিতি, নির্দিষ্ট সময়েরমধ্যে ডাক্তারের উপস্থিতি, পরিস্কার পরিচ্ছন্নতা, টয়লেট ব্যবস্থা, প্রতিদিনের ঔষধ এর সহজলভ্যতা এবং ঔষধের তালিকা হালনাগাদ, নারীদের সেবা সংক্রান্ত বিষয় ইত্যাদি বিষয়ে সেবাগ্রহীতাদের মুখোমুখি হন হাসপাতাল কর্তৃপক্ষ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com