শ্রীমঙ্গলে হাইল হাওরের মৎস্য ভান্ডার নিয়ে সাংবাদিকদের সাথে মৎস্য বিভাগের মতবিনিময়

July 19, 2016,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ হাইল হাওরের মৎস্য ভান্ডার পূর্বের অবস্থায় ফিরিয়ে আনার প্রচেষ্টায় সহায়তা চেয়ে ও জাতীয় মৎস্য সাপ্তাহ সফল করতে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছে শ্রীমঙ্গল মৎস্য অফিস।

Sequence-11_2

১৯ জুলাই মঙ্গলবার দুপুরে শ্রীমঙ্গল মৎস্য অফিসে এ মতবিনিময় সভায় বক্তব্যদেন, উপজেলা মৎস্যকর্মকর্তা শহীদুর রহমান সিদ্দিকি, ক্ষেত্রসহকারী সন্তোষ রঞ্জন দত্ত, সাংবাদিক বিকুল চক্রবর্ত্তী, সাংবাদিক শামীম আক্তার হোসেন, সুমন বৈদ্য, সাংবাদিক কাউছার আহমদ রিয়ন, দিপক চন্দ্র দেব ও বিক্রমজিৎ বর্ধন প্রমূখ। সভায় মৎস্য কর্মকর্তা জানান, মিঠাপানির মৎস্য উৎপাদনে বাংলাদেশ ৪র্থ স্থানে রয়েছে। বর্তমানে বাংলাদেশে ৩৮ লক্ষ ৫০ হাজার মে.টন মাছ উৎপাদন হয় এবং ২০২১ সালের মধ্যে বাংলাদেশের ৪৫ লক্ষ মে.টন মাছ উৎপাদনের লক্ষ নিয়ে কাজ করছে সরকার।

এ সময় সাংবাদিকরা মৌলভীবাজার হাইল হাওরের বিলুপ্ত প্রায় বিলগুলো খনন হলে বর্তমানে উৎপাদিত শ্রীমঙ্গলে বাৎসরিক ৬ হাজার মে.টন মাছ থেকে   ১০ হাজারে  মেট্রিক টনে উন্নিত হবে বলে আশা প্রকাশ করেন। যা ২০২১ সালের লক্ষমাত্রা অর্জনের সহায়ক ভুমিকা পালন করবে। মতবিনিময় সভাশেষে জাতীয় মৎস্য সপ্তাহ-১৬ সংকলন তুলেদেয়া হয় সাংবাদিকদের হাতে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com