শ্রীমঙ্গলে হাজারও মানুষের জন্য বন্ধুমহল পরিষদের ইফতার আয়োজন
শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে আশির দশকের বন্ধুমহল পরিষদ এর আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে। ইফতার মাহফিলে শ্রীমঙ্গলের প্রায় এক হাজার মানুষ অংশ নেয়।
বৃহস্পতিবার ২১ নভেম্বর শ্রীমঙ্গল শহরতলির হবিগঞ্জ রোডস্থ বাগান বাড়ী রেস্টুরেন্টে শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকার রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়ীসহ সাধারণ মানুষের জন্য আশির দশকের বন্ধুমহল ইফতার পার্টির আয়োজন করেন।
ইফতার মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ মনসুরুল হক, সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযুদ্ধা আলহাজ্ব আছকির মিয়া, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. ইউসুফ আলী, ভুনবীর ইউনিয়ন চেয়ারম্যান মো. আব্দুর রশীদ তালুকদার, উপজেলা বিএনপির সভাপতি নূরে আলম সিদ্দিকী, ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জাতীয় পার্টি নেতা হাজী মো. কামাল হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাজী লিটন আহমেদ, সাবেক উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান তোফাজ্জল হোসেন ফয়েজ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. বেলায়েত হোসেন, মো. ছালিক আহমেদ, উপজেলা যুবলীগের সহ-সভাপতি মো. জসিম উদ্দিন, পৌর যুবলীগের সভাপতি আকবর হোসেন শাহিন, সহ-সভাপতি ইমাম হোসেন সোহেল, কৃষকলীগের যুগ্ম-আহবায়ক আবুতালেব বাদশা, সদস্য সচিব হেলাল আহমেদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি ও পৌর কাউন্সিলর মসুদুর রহমান মসুদ, পৌর কাউন্সিলর ও প্যানেল মেয়র মীর এম এ সালাম, জাহাঙ্গীর আলম সোহাগ, কাউন্সিলার হানিফ আহমেদ, কাউন্সিলার আব্দুল জব্বার আজাদ, বন্ধুমহলের ইফতার পার্টিও উদ্যোক্তা বিশিষ্ট সমাজ সেবক মোছাব্বির আল মাসুদ, ব্যবসায়ী সমিতির যুগ্ম-সম্পাদক মো. আকতার হোসেন, ব্যবসায়ী নেতা শাহজাহান ইউ আহমেদ, ব্যবসায়ী ফুল মিয়া মহালদার, কাতার প্রবাসী মো. ছালিক আহমেদ, কাতার প্রবাসী ও বিশিষ্ট ব্যবসায়ী ছায়েদ আলী, বিশিষ্ট ব্যবসায়ী হাজী শের আলী হেলাল, ব্যবসায়ী নেতা আব্দুল বাছিত, ফারুক আহমেদ, সাবেক ব্যবসায়ী নেতা হাফিজ আহমেদ, পরিবহন শ্রমিক নেতা নুরু মিয়া, শাহজাহান মিয়া, শ্রমিক নেতা দুলাল মিয়া, ফটিক মিয়া, সাংবাদিক মামুন আহমেদ, সাংবাদিক এ ম এ রাকিব, সাংবাদিক সালাউদ্দিন, সাংবাদিক আনোয়ার হোসেন জসিম, সাংবাদিক আমজাদ হোসেন বাচ্চু, সাংবাদিক শাফিকুল ইসলাম রুমন, সাংবাদিক নূর মোহাম্মদ সাগর, সাংবাদিক আল আমিন, সাংবাদিক সুলতান মাহমুদ, বাগান বাড়ি রেস্টুরেন্টের স্বত্তাাধিকারী দুলন আহমদ প্রমুখ। এছাড়াও ইফতার পার্টিতে রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়ী, সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, বন্ধুমহল পরিষদের অন্যান্য সদস্য ও অতিথিরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন