শ্রীমঙ্গলে হামিদী ভবনে কুরআন শিক্ষা সেন্টারে দোয়া ও ইফতার মাহফিল
এহসান বিন মুজাহির : আলখলীল কুরআন শিক্ষাবোর্ড বাংলাদেশ কর্তৃক পরিচালিত শ্রীমঙ্গল ভানুগাছ রোডস্থ হামিদী ভবনে ২৬ মার্চ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
কুরআন শিক্ষা সেন্টার পরিচালক ও বোর্ডের কেন্দ্রীয় মিডিয়া সম্পাদক হাফিজ মাওলানা মিসবাহ উদ্দিন জুবায়ের এর সঞ্চালনায় ও জামিয়া বরুণার স্বনামধন্য সদরুল মুদাররিসিন ও আলখলীল বোর্ডের সহসভাপতি মাওলানা রশিদ আহমদ হামিদীর সভাপতিত্বে পবিত্র মাহে রামাদানের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা পেশ করেন বোর্ডের সহসভাপতি মাওলানা সাইফুর রহমান মাক্কী, বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা আয়েত আলী, হাফিজ মাওলানা ফেরদাউস আহমদ, মাওলানা আসাদ উল্লাহ সাদী, মাওলানা এম এ রহিম নোমানী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামিয়া বরুণার স্বনামধন্য শায়খুল হাদিস ও বোর্ডের সহসভাপতি মুফতি জহিরুদ্দীন কাসেমী,বোর্ডের সহসম্পাদক মাওলানা আব্দুর রহমান শরীফপুরী, জামেয়া ইসলামিয়া শ্রীমঙ্গল’র মুহতামিম মাওলানা মুহাম্মদ আব্দুশ শাকুর, শ্রীমঙ্গল ইমাম-মুয়াজ্জিন পরিষদ নির্বাহী সভাপতি মুফতি মনির উদ্দিন,বোর্ডের কেন্দ্রীয় দায়িত্বশীলবৃন্দ।
আমন্ত্রিত মেহমান হিসেবে উপস্থিত শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব এ এস এম ইয়াহিয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লিটন আহমেদ চৌধুরী, শ্রীমঙ্গল পৌরসভার প্যানেল মেয়র-২ মীর এম এ সালাম, কাউন্সিলর আলকাছ মিয়া,হানিফ চৌধুরী, আব্দুল জব্বার আজাদ, মসুদুর রহমান মসুদ, সাবেক কাউন্সিলর সাদ আহমদ, শ্রীমঙ্গল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মো: এহসানুল হকসহ শহরের বিশিষ্ট ব্যবসায়ীবৃন্দ,বিভিন্ন মাসজিদের ইমাম, উলামায়ে কেরাম।
প্রায় দুইশতাদিক মেহমানদের উপস্থিতিতে জামিয়া বরুণার সদরুল মুদাররিসিন ও বোর্ডের সহসভাপতি মাওলানা রশিদ আহমদ হামিদী’র সমাপনী বয়ান ও দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
মন্তব্য করুন