শ্রীমঙ্গলে ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হবে ৪ দিনব্যাপী শুভ দ্বারোদঘাটন ও শ্রীশ্রীবিগ্রহ প্রতিষ্ঠা মহোৎসব
শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে শ্রীশ্রীপ্রভু জগদ্বন্ধু আশ্রম ও মিশনের ৪ দিনব্যাপী শুভ দ্বারোদঘাটন ও শ্রীশ্রীবিগ্রহ প্রতিষ্ঠা মহোৎসব শরু হবে।
শুক্রবার ২৩ ফেব্রুয়ারি বিকাল ৫টায় শ্রীমঙ্গলের উত্তর উত্তরসুরস্থ শ্রীশ্রীপ্রভু জগদ্বন্ধু আশ্রম ও মিশনের প্রতিষ্ঠাতা সভাপতি বন্ধু প্রীতম ব্রহ্মচারী গণমাধ্যমকর্মীদের সাথে এক মতবিনিময় সভায় এ তথ্য জানান। ৪ দিনের এই মহোৎসব সফল করার জন্য সর্বস্তরের মানুষের সহযোগিতা কমানা করেন। এসময় তিনি আরও বলেন, মহোৎসবে স্থানীয়সহ দেশের বিভিন্ন স্থান থেকে লাখ ভক্তের সমাগম হবে।
শ্রীমঙ্গলের উত্তর উত্তরসুরস্থ শ্রীশ্রীপ্রভু জগদ্বন্ধু আশ্রম ও মিশনে আয়োজিত এ মতবিনিময়সভায় আরও উপস্থিত ছিলেন শিক্ষক জহর তরফদার, সুদীপ দাস রিংকু, দীলিপ কুমার বর্ধন, শিবেন্দু কুমার পাল, অরুণ দেবনাথ, জয়ন্ত দেবনাথ, বাসুদেব পাল ও শুধাংশু পাল প্রমুখ।
মন্তব্য করুন