শ্রীমঙ্গলে ৩ ট্রাক ভেজাল লবন জব্দ
শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে ভেজাল বিরোধী অভিযানে ৩ ট্রাক আয়োডিন বিহীন লবন জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। এ সময় বিএসটিআই অনুমোদন বিহীন পন্য বিক্রি ও মজুদ করার দায়ে ৫ প্রতিষ্ঠানকে ২ লক্ষ ৫ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে ৩ বছরের কারাদন্ড প্রদান করা হয়েছে।
২৪ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে নির্বাহী ম্যাজিষ্ট্রেট বিশ্বজিৎ কুমার পাল এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত শহরের পুরানবাজারস্থ পাইকারি মার্কেটে এক অভিযান পরিচানা করেন। অভিযান চলাকালে মেসার্স গৃহলক্ষী ভান্ডার, জননী ভান্ডার, জনক এন্টারপ্রাইজ, রিপন ট্রেডাস ও জাহাঙ্গির স্টোরে মোল্লা, এসিআইসহ বিভিন্ন ব্রান্ডের নকল লবন পরিক্ষা করে। এসয় লবনে আয়োডিন না থাকায় আয়োডিন বিহীন লবন মজুদ ও বাজারজাত করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫ প্রতিষ্ঠানকে ২ লক্ষ ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে প্রত্যেক প্রতিষ্ঠানের মালিককে ৩ বছরের কারাদন্ড প্রদান করেন। পরে প্রতিষ্ঠনগুলো নগদ টাকা পরিশোধ করেন। এসময় ২৫ কেজি ওজনের ৭৮০ বস্তা ভেজাল লবন বাজেয়াপ্ত করা হয়। যার বাজার মূল্য প্রায় ৪ লক্ষ টাকা বলে জানা গেছে। শ্রীমঙ্গল র্যাব ক্যাম্পের সহকারী পরিচাল মোঃ খোরশেদ আলম, বিসিক এর প্রজেক্ট ডিরেক্টর এএইএম হামিদুল হক চৌধুরী আদালত পরিচালনায় সহায়তা করেন।
মন্তব্য করুন