শ্রীমঙ্গলে ৪৬ বিজিবি’র আয়োজনে মাদক ও জঙ্গী বিরোধী র্যালী
বিকুল চক্রবর্তী॥ বাংলাদেশ নিন্ম আয়ের দেশ থেকে নিন্ম মধ্য আয়ের দেশ হিসেবে স্বীকৃতি পাওয়ায় ‘কৌতুহলে মাদক নিলে জীবন হবে অর্থহীন,পরিবার নেবে আসবে দূর্দশা সীমাহীন’ এই স্লোগান কে সামনে রেখে শ্রীমঙ্গল ৪৬ বর্ডার গার্ড পাবলিক হাই স্কুল প্রাঙ্গণ থেকে মাদক ও জঙ্গী বিরোধী র্যালী বের করা হয়। র্যালীটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে স্কুল মাঠে অনুষ্ঠিত হয় আলেচনা সভা । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিজিবি শ্রীমঙ্গল সেক্টর কমান্ডার লে.কর্ণেল মো: জাহিদ হোসেন।
৪৬ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল আব্দুল্লাহ আল মোমেন এর সভাপতিত্বে এসময় স্বাগত বক্তব্য রাখেন শ্রীমঙ্গল বর্ডার গার্ড পাবলিক হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক মো.মঈন ইদ্দিন আহমদ, ও দৈনিক খোলা চিঠির সম্পাদক সফরাজ আলী বাবুল সহ প্রমুখ ।
এসময় বক্তারা মাদকের কুফল সর্ম্পকে আলোচনা করেন। শিক্ষার্থীদের কে মাদক থেকে দুরে থাকার আহব্বান জানানো হয়। আর মাদক নিয়ন্ত্রন হলে দ্রুত দেশের উন্নয়ন হবে।
মন্তব্য করুন