শ্রীমঙ্গলে ৭ হাজার মিটার কারেন্ট জাল জব্দ: একজনকে জরিমানা

July 6, 2024,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলের স্থায়ী মৎস্য অভয়াশ্রম বাইক্কা বিলে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৭ হাজার মিটার কারেন্ট জাল জব্দ ও একজনকে জরিমানা করা হয়েছে।

৩ জুলাই বুধবার সিনিয়র উপজেলা মৎস্য অফিসার ফারাজুল কবির জানান, অভয়াশ্রম বাইক্কা বিলে অঞ্চলে দেশিয় প্রজাতির মাছ সংরক্ষণ এবং মা মাছ ও রেণু পোনা নিধন বন্ধের নিমিত্তে এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।

অভিযানে প্রায় ৭০০০ মিটার কারেন্ট জাল জব্দ করে উপস্থিত সকলের সামনে বিনষ্ট করা হয় এবং এক জনকে ২০০ টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মো. আবু তালেব। এ সময় উপস্থিত ছিলেন জেলা মৎস্য অফিসার শাহনেওয়াজ সিরাজী, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ ফারাজুল কবির ও মৎস্য অফিসের অন্যান্য কর্মকর্তাবৃন্দ। শ্রীমঙ্গল থানা পুলিশের একটি টিম ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা প্রদান করে।

সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মো. ফারাজুল কবির জানান, হাওরের মৎস্য সম্পদ রক্ষায় অবধৈ জালের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com