শ্রীমঙ্গলে ৮ ঘন্টায় ১৩৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড
শ্রীমঙ্গল প্রতিনিধি॥ ১৯ জুন দিনভর শ্রীমঙ্গলে মুষলধারে বৃষ্টি হয়েছে। সকাল সাড়ে ৯ টা থেকে এ বষ্টিপাত শুরু হয়। শ্রীমঙ্গল আবহাওয়া অফিস ১৩৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে।
সকাল থেকে শুরু হওয়া এ বৃষ্টিপাতে ঈদের ছুটিতে বেড়াতে আসা পর্যটকরা পড়েন বিপাকে। হোটেল-রিসোর্টের রুমে বসেই দিন কাটাতে হয়েছে। জনজীবনে এ ছন্দপতনে অবশ্য যারা বৃষ্টিস্নাত প্রকৃতি ভালবাসেন তাদের কেউ কেউ ঘুরে বেরিয়েছেন। শহরে দোকান-পাট, ব্যবসা প্রতিষ্ঠান অধিকাংশই ছিল বন্ধ। যানবাহনও ছিল কম। বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষন বিভাগের শ্রীমঙ্গল কার্যালয়ের ওয়াইল্ডলাইফ রেঞ্জার মো. শহিদুল ইসলাম জানান, আজ লাউয়াছড়া জাতীয় উদ্যানে বৃষ্টির কারণে পর্যটকের সংখ্যা ছিল অনেক কম। তিনি জানান, আজ লাউয়াছড়ায় পর্যটক প্রবেশ করেছে মাত্র ৪৮ জন। শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনিসুর রহমান জানান, আজ সকাল সাড়ে ৯ টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়া অফিস ১৩৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে।
মন্তব্য করুন