শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলে ২০২৫ শিক্ষাবর্ষে প্লে-নবম শ্রেণিতে ভর্তি শুরু
শ্রীমঙ্গল প্রতিনিধি : শ্রীমঙ্গল পৌরসভার ২নং ওয়ার্ডে অবস্থিত শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলে ২০২৪ শিক্ষাবর্ষে প্লে গ্রুপ থেকে নবম শ্রেণিতে ব্যবসায় ও মানবিক শাখায় সীমিত আসনে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে।
শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক মোঃ এহসানুল হক (এহসান বিন মুজাহির) জানান, চলতি মাসের২১ নভেম্বর প্লে শ্রেণি থেকে নবম শ্রেণিতে ভর্তি ফরম বিতরণের মাধ্যমে ২০২৫ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। আসন শূন্য সাপেক্ষে ডিসেম্বর মাসব্যাপী ভর্তি কার্যক্রম চলমান থাকবে।
২০২৫ সালের ১ জানুয়ারি প্রথম শ্রেণি থেকে দশম শ্রেণির ছাত্রছাত্রীর হাতে সরকার কর্তৃক প্রদত্ত বিনামূল্যের পাঠ্যপুস্তক তুলে দেওয়া হবে। এছাড়া ২০২৫ সালের ৯ জানুয়ারি নতুন শিক্ষাবর্ষের ক্লাস শুরু হবে বলেও তিনি জানান।
প্রসঙ্গত, মানসম্মত ও যুগোপযোগি শিক্ষা প্রদানের অঙ্গিকার নিয়ে ২০১৭ সালে শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল প্রতিষ্ঠা লাভ করে। ইতোমধ্যে প্রতিষ্ঠানটি উপজেলায় পড়ালেখার মানদণ্ডে সেরা স্বীকৃতি অর্জন করতে সক্ষম হয়েছে।
প্রতিষ্ঠার পর থেকে অদ্যাবধি পর্যন্ত এ প্রতিষ্ঠানটি পিইসি, জেএসসি, এসএসসিসহ বিভিন্ন সরকারি-বেসরকারি বৃত্তি পরীক্ষায় পরীক্ষায় জিপিএ-৫, ট্যালেন্টপুল বৃত্তি, সাধারণ বৃত্তিসহ শতভাগ পাশ করার রেকর্ড অর্জন করে।
মন্তব্য করুন